আমাদের কথা খুঁজে নিন

   

Roses are red, violets are blue, and Valentines day is not for you!



গত কয়েকদিন ধরে ঢাকায় একটা উৎসব উৎসব ভাব। পোলাপান ফ্যাসন সচেতন হয়া গেছে, মাইয়া গুলা হঠাৎ কইরাই দেখলম সব ফর্সা হইয়া যাইতেছে। তো আর থাকতে না পাইরা এক দোস্ত বন্ধুরে জিগাইলাম- মামা কাহিনী কি! তোরা এমন রুপ বদলাইতেছস ক্যান ক তো। ওতো ফায়ার হইয়া গেল, ঐ তুই জানস না শনিবার Valentines day, অবস্য তোর মাত... জানব ক্যামনে?? আমার ও মনে পড়ল তইতো শনিবার Valentines day। বটতলার গেলাম এক friend ও আবার কিছুদিন আগে ছ্যাকা খাইছে তাই মন খারাপ, আমারে দেইখা বলল দোস্ত এই বার Valentines day তে একটা ফাইনাল girl friend লাগবই লাগব।

ওরে বুঝাইতেছিলাম মামা কয়দিন আগে ছ্যাকা খাইছস আবার যাবি!! এমন সময় আর একজন আইসা কইল এখন এইটাই হইল স্মার্টনেস, girl friend না থাকার অর্থই হইল তুই কোন পোলাই না, সর এই খান থেইকা। আমিও tension এ পইরা গেলাম আসলেই আমি পোলাতো!!না এইবার একটা girl friend লাগবই। tension এর চোটে রাইতে বিড়ি খাইতে খাইতে চিন্তা করতেছিলাম আসলে আমি কি করমূ?? তো এমন সময় আমার দেমাগে বাতি দিতে এলাকার নেড়ি কুত্তাটা ব্যাপক ভাবের (দেখ ব্যাটা স্মার্টনেস কি) সাথে তার পাঁচটা girl friend (মহিলা কুকুর) নিয়া হাজির হইয়া গেল। আমিও মনে মনে বললাম বাবা এই বেলা কেটে পড়ি,এই ব্যাটাতো আমাদের সবার চেয়ে স্মার্ট। আমার বাবা দরকার নাই স্মার্টনেস এর দরকার নাই Valentines day।

সংক্ষেপে এই হইতেছে আমার এক বন্ধুর কালকে বাসা থেকে বের না হওয়ার উছিলা। কানমু না হাসমু বুঝতাছিনা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।