ভোর বেলা রেডিওটা অন করতেই বেজে উঠলো ছেলেবেলা থেকে শুনে আসা চিরপরিচিত গানটি।
আহা আজি এ বসন্তে, এত ফুল ফোটে,
এত বাঁশী বাজে, এত পাখী গায়।
আজ বসন্ত। অকারণ ভালোলাগায় ভরে গেলো মনটা।
প্রথম বসন্তকে দেখতে জানালার পর্দা সরিয়ে দিতেই ভোরের এক ঝলক মিষ্টি দখিন হাওয়া ছুয়ে গেলো সারা শরীর।
এজীবনে ফেলে আসা সব বসন্তগুলো হুড়মুড় করে মনে পড়ে গেলো। অবাক হয়ে দেখলাম আমার দেখা সব বসন্তগুলো একি রকম সুন্দর! এক ফোঁটা কম বেশী নেই কোনোটার চাইতে কোনোটার। কান পেতে শুনলাম ভোরের পাখিদের কলতান। সোনারোদে ছেয়ে ছিলো সামনের বাগানটি। বসন্তের আগমনে ফুলগুলো ঝলমল করে হাসছে যেন।
ওরা যেন বসন্তকে বরণ করবে বলেই সেজেছে আজ।
রেডিওতে তখন প্রিয় শিল্পী বন্যার গেয়ে চলেছে,
সখীর হৃদয় কুসুম কোমল
কার অনাদরে আজি ঝরে যায়
কেন কাছে আসো?কেনো মিছে হাসো?
কাছে যে আসিত, সেতো আসিতেনা চায়!!
মনটা হঠাৎ কেনো যেন একটু খারাপ হলো?ছোট বেলায় যখন শুনতাম এই গানটি। গানটির কথাগুলো অনেক ভাবাতো। মাথায় কিছু প্রশ্ন ঘুরতো। ভেবে ভেবে কোনো কূল কিনারা পেতাম না।
ভাবতাম এমন সুন্দর দিনে সখীর হৃদয় কেনো খারাপ থাকবে? কিন্তু আজ আমি জেনে গেছি। সখীদের হৃদয় কেনো খারাপ থাকে। কেনোইবা তাদের এত কষ্ট!!
সুখে আছে যারা, সুখে থাক তারা,
সুখেরো বসন্ত সুখে হোক সারা
দুখিনী নারীর নয়নের নীর,
সুখীজনে যেন দেখিতে পায়!!
তারা দেখেও দেখেনা, বুঝেও বুঝেনা
তারা ফিরেও না চায়!!
যাইহোক সবাই সুখে থাকুক বসন্তের এই দিনে। আজ আমি বাসন্তী রং শাড়ী পরবো। শাড়ী চুড়ী, টিপে সাজবো ঠিক বাগানে ফুটে থাকা ফুলেদের মত।
আমার এ সাজসজ্জা সবই হবে আজ শুধুই ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে। ফুলেদের সাথে আমিও সামিল হবো আজ বসন্ত বরণ উৎসবে।
Click This Link
আমার প্রিয় আরো একটা গান শেয়ার করতে মন চাইছে।
দিয়ে গেনু বসন্তেরো এই গানখানি
বরষ ফুরায়ে যাবে, ভুলে যাবে জানি।
তবুতো ফাল্গুন রাতে, এগানের বেদনাতে
আঁখি তব ছলোছলো
এই বহু মানি!!
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।