আমাদের কথা খুঁজে নিন

   

আসুন মগজটা ধোলাই করি !

মুহুর্তকে বিনোদন ভাবতে চাই!

অনেক দিন ধরেই জনি ভেবে আসছিল যে, তার প্রেমিকা রিয়াকে বসন্তের ১ম সকালে এক গোছা তাঁজা ফুল উপহার দেবে। দুজনের মধ্যে এ নিয়ে কথাও হয়ে গেলো যে, বসন্তের দিন সকালে রিয়া হলুদ শাড়ি আর জনি হলুদ ফতুয়া পরে টি.এস.সি. তে আসবে, তখন জনি রিয়াকে একগোঁছা ফুল উপহার দেবে এবং তারপর সারাদিন ঘুরে বেড়াবে। সমস্যাটা ঘটলো ঐদিন সকালেই, কথামত তারা দুজন টি.এস.সি. তে আসলো এবং জনি রিয়াকে একগোঁছা ফুল দিতে গেলো, কিন্তু রিয়া জনির হাত থেকে ফুলগুলো না নিয়ে জনির গালে কষে একটা চড় বসিয়ে দিল। আপনাকে এবার বলতে হবে - রিয়া জনির কাছ থেকে ফুলগুলো না নিয়ে তার গালে চড় বসালো কেনো? আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। দেখুন না মগজটাকে একটু ধোলাই করা যায় কি না ! যদি বলেন ধোলই করে লাভ কি, তবে আমি বলবো - লাভ আছে। এবার সত্যি সত্যিই পুরস্কার রয়েছে আপনার জন্যে, এবং সেটা লোভনীয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.