একট হাসি, অলস দুপুর, এক ফোঁটায় জলের পুকুর।
House Number Fifty Six - কাশিফ মাহবুব চৌধুরীর একক ফটোগ্রাফ এক্সিবিশনের নাম, এবং তার বইয়েরও।
কাশিফ মাহবুব আর্কিটেক্ট, ফটোগ্রাফার।
কিন্তু তাকে নিয়ে এই ব্লগের অবতারনা নয়, ব্লগ তার প্রদর্শনী নিয়ে।
কিন্তু প্রদর্শনীর ছবি নিয়েও না।
ব্লগের বিষয় প্রদর্শনীর প্রেজেন্টেশন নিয়ে।
বেঙ্গল গ্যালারীর দরজা দিয়ে ঢুকেই ধাক্কা মত লাগলো।
পুরো ফ্লোর শুকনো পাতায় ঢেকে দেয়া হয়েছে। সারা ঘরে পাতার মর্মর। সাথে বেঙ্গলের হালকা গানের সুর।
অন্যরকম একটা অভিজ্ঞতা।
ফটোগ্রাফগুলোর বিষয়বস্তু প্রকৃতি। আর দশটা প্রদর্শনীর মত সার সার ছবি টাঙ্গানো হয়নি। গোটা দশেক ছবি আছে হয়তো। প্রতিটা ছবি দেয়ালের এবং রুমের স্পেস ফ্লো অর্গানাইজেশন খেয়াল করে কম্পোজিশন করে বসানো।
আর লাইটিং করা হয়েছে সেই কম্পোজিশনটাকেই এনহ্যান্স করার জন্য।
একটি মাত্র খুঁত নিয়ে খুঁতখুঁত লাগছে, আর তা হলো ছবি গুলোর সাইজ। কম্পোজিশন অনুসারে ঠিক হলেও, অনুভুতিটা যেন এক সুরে বাঁধছিলো না। শুধু মাত্র কাশিফ মাহবুব বলেই অবশ্য এই অভিযোগ, অন্য কেউ হলে করতাম না।
সব মিলিয়ে House Number Fifty Six শুধুই একটি প্রদর্শনী নয়, একটা অভিজ্ঞতা।
প্রদর্শনী চলছে বেঙ্গল গ্যালারীতে। চলবে ১৩ তারিখ পর্যন্ত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।