আমাদের কথা খুঁজে নিন

   

পার্থক্যঃ যোদ্ধা বনাম প্রকৃত যোদ্ধা

আমি তোমাকে কবিতা দিলাম, কষ্ট দিলাম। ontim@yahoo.com

উৎসর্গঃ সকল ব্লগীয় কবিকে!! পীতসাগরে দুঃসাহসিক প্রবেশাধিকারে গর্বিত যোদ্ধাদের প্রকান্ড বুকজুড়ে দম্ভের মেডেল যেন যুদ্ধেরই স্বীকৃতি। সমাজে পদার্পন তাদের উৎকৃষ্টের বিষ্ঠা হয়ে সর্বোত্তম বেশে, হতবাক চোখে করতালিতে জনস্রোত বুক বাধে প্রবল বিশ্বাসে যোদ্ধাদের মিথ্যা আশ্বাসে! দম্ভের নিঃশ্বাসে! তাই লেজকাটা লোমহীন কুকুরগুলোর অবিরত লালায় হিমায়িত তনু তাদের পবিত্রতার স্পর্শ পায়, তবুও ক্ষুদার্ত মনে লালার চাহিদার অন্ত নাই। মাঝে মধ্যে লালার স্পর্শে কামার্তু হয়ে কুসুম দানে অনিশ্চিত ভাবে অন্তসত্ত্বা হয়ে উঠে লেজকাটা লোমহীন কুকুরগুলো। বন্ধুত্ব.............. ভালবাসা............ মিলন..................... সত্যিকার অর্থে সবই অভিনয় চিরন্তন! এদিকে আমি বিরামহীন এসব যোদ্ধাদের পর্যবেক্ষনে-- পরিশ্রান্ত হয়ে জারমুনির উপর শুয়ে উন্মত্ত খেয়ালে প্রকৃত যোদ্ধাদের পতিকৃতি আঁকি, সেইসাথে প্রকৃত যুদ্ধেরই স্লোগান মুখে রাখি!! নিশ্চিত আমিও একদিন তাদের মতই উদাহরন হব, ঘুমহীন অজস্র-আত্মার শিয়রে র-ব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।