ফোঁটায় ফোঁটায় জহর আমি জমা করে রাখি তোর নাম করে বুড়ি জপি নতুন রুবাই ।
শাদা প্রজাপতি
এহসান হাবীব
প্রকাশক : পাঁচিল
প্রচ্ছদ : তৌহিন হাসান
পৃষ্ঠাসংখ্যা : ৫৬
মূল্য : ৭০ টাকা
ISBN : 984-8320-78-4
প্রাপ্তিস্থান : বইমেলার- লিটলম্যাগ চত্বর(ময়মনসিংহ জং-এর স্টলে), ভাষাচিত্র'র স্টল এবং সাহিত্য বিকাশের স্টলে।
শাদা প্রজাপতি আমার প্রথম বই। বেশ কয়েকদিন যাবৎ প্রায় দেড় বছর আগে পাণ্ডুলিপি তৈরি করে বই করবো কি করবো না - এমত দোটানায় ভুগে শেষ পর্যন্ত অগ্রজ সমসাময়িক এবং কয়েকজন অনুজের তাগাদায় বইটি প্রকাশ করেই ফেললাম। কয়েকজন অনুজই সব খাটাখাটুনি করে বইটি প্রকাশ করেছে।
প্রকাশকও দুই অনুজ। একজন ছোটকাগজ পাঁচিল-এর সম্পাদক ইলিয়াস কমল অন্যজন ঢাবি'র বাংলা বিভাগের শিক্ষার্থী রাশেদ শাহরিয়ার।
কবিতার পাঠক এক শুদ্ধচারি অলৌকিক মানুষ। তাদের প্রতি নিবেদিত পঙক্তিগুলো থেকে একটি তুলে ধরছি এখানে-
আমার জন্য
নিজেকে খুশি করা ছাড়া আমার আর কোন কাজ নাই।
সমস্ত নিরীহ বর্বরতা আমার সহজ সাধ্য কাজ
পূনর্বার ভুল করে ছুঁয়ে আসি বিষের বোতল
দিন দিন আরো জমা হোক, উঁচু হোক ব্যক্তিগত পাপ।
হাজারো মিথ্যার বাহার আর দু'একটা কড়া সত্য-
খুব সহজে হাজার লোকের ভীড়ে কষে একটা চড় মারার মতো
সত্য আর মিথ্যেয় ভরে থাকুক জীবন।
গোয়ার্তুমিতে সুখ খুঁজে পাওয়া গেলে মেনে নেওয়া যাক-
অকাল বৈধব্য অথবা সদর স্ট্রিটে, পার্কে উন্মুখ মানুষের মুখে
ছিটিয়ে দেয়া যাক থু থু অথবা সারাটা দিন তোমার পায়ের কাছে
বসে থাকি। যদি খুশি হওয়া যায় তবে অকেশে মাতম করো
আমাকে ছেড়ে যাওয়া শাদা প্রজাপতিটির জন্য।
আমাকে খুশি করা ছাড়া, এই খুশির ভাঁড়ার পূর্ণ করা ছাড়া
পৃথিবীতে আমার আর কোন কাজ নাই। ছিলো না কখনো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।