আমাদের কথা খুঁজে নিন

   

হে মহান কবি মেঘ দূত, আপ্নেরে মহাকবি কালিদাসের দোহাই লাগে....

আমার এই পথ চাওয়াতেই আনন্দ........

আমি একজন য়াংরেঝী কম-বুঝা আম-ব্লগার আইজ সকালে জনৈক য়াংরেঝি পারদর্শী বিশিষ্ট কবি ব্লগার জনাব মেঘ দূত এর মাইকেল মধূসূদনীয় ভাবধারার কালজয়ী কবিতা "If I had" (যদি আমি পাইতাম!) পাঠ করিলাম........। আহাহা.......... কি সেই অমোঘ লেখনী.... কি তার অমিয় কাব্য-রস ধারা.... যাহার কিছুই অনুভব করিবার ক্ষমতা আমরার মতন অশিক্কিত (বিশেষ কৈরা য়াংরেঝীতে) ব্লগারের নাই.......... হা ভগবান। - আমি কবিকে বলিলাম, "হে কবি, আমি য়াংরেঝী বুঝি কম.... আপনাকে বিয়োগ।" - কবি আমার এহেন মূর্খতাপ্রসূত মন্তব্য মুছিয়া দিলেন। - আমি কবিকে আবার বলিলাম, "হে কবি, আপ্নি আমার মন্তব্য মুছিয়া দিলেই কি বঙ্গভূমের হাজারো মূর্খ ব্লগার আপনার এই অসামান্য কাব্য-রস পান করিতে পারিবে?? তারা তো আমার মতই মূর্খ ।" - কবি আমার এহেন মূর্খতাপ্রসূত মন্তব্য পুনরায় মুছিয়া দিলেন। - আমি অধম, মহান কবিকে অভিমান ভরে আবারো বলিলাম, "হে কবি, আপনি বৃথাই ক্যানো এই তুচ্ছাতিতুচ্ছ কাব্য-রসবোধহীন যিণাঢ়েল বু.আ. পান্নার (অবঃ) শিশুসুলভ মন্তব্যসকল বারংবার মুছিয়া মুছিয়া আপনার মূল্যবান ইদুঁর-টিপ্পনী ! (মাউস-ক্লিক) অপচয় করিতেছেন; তার চাইতে আমাদের বিশিষ্ট হড়ঢ় সাহিত্যিক ণাপে কাকার অনুরূপ আপ্নিও আমাকে ঠ্যাক দিয়া (ব্লক করিয়া) রাখেন... " অতঃপর- কবি সইত্যই আমারে ঠ্যাঁক দিলেন........... আহাহাহা.............. যে মহান কবির শিরোনাম কিনা 'মেঘ দূত' তাহার নিকট মহাকবি কালিদাসের (যিনি সম্ভবত আমারই মতন য়াংরেঝীতে কাব্য-রস পান করিতে অক্ষম আছিলেন) দোহাই দিয়া কই..... হে কবি আমার উপর থিকা ঠ্যাঁক উঠাইয়া লন..... আমি য়াংরেঝী বুঝি বা না বুঝি, অথবা আপ্নে আদৌ কবিতা লিখতে পারেন বা না পারেন সারাজীবন আপ্নের সকল পুস্টে চোখ বুন্জিয়া খালি পিলাস দিয়া যামু 'এনশাল্লাহ'!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।