আমাদের কথা খুঁজে নিন

   

আমার ৯৭ তম পোষ্ট



এ যাবৎকাল শুধুই টেস্ট খেলিয়া আসিয়াছি। টুকাইতে টুকাইতে অল্প অল্প করিয়া রান সংগ্রহ করিয়াছি। কদাচিৎ এক বলে (১ দিনে আরকি ) ২ বা ততোধিক রান লইয়াছি। মাঝে মাঝে ইনিংসের মাঝে রান না নিয়া, বেকুবের মত খাড়াইয়া থাকিয়াছি বলের পর বল (যেন সুনীল গাভাস্কারও হার মানে ) কিন্তু আর না। এইবার আমি গা ঝাড়া দিয়াছি।

ভাবিতেছি ৯৭ তম রানে ৪ হাঁকাইব। ইহা ৯৭ রান। মাঝে দেখা যাইবে বল কথা না বলিয়া ফিল্ডারের দুই পায়ের ফাঁক দিয়া (মিস ফিল্ডিং) দৌড়াইতেছে। (কমেন্টেটর শুধু বলিবে ৯৮..৯৯.. ইত্যাদি ) {তবে আধাঘন্টার মাঝে নাকি ২ এর অধিক রান নেয়া বারণ । ব্যাপারনা.. বল তো একটাই।

} অতঃপর সেন্চুরী করিয়াই ছাড়িব। আপনারা দোয়া রাখিবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।