পরিদৃশ্যমান সত্তা
সুমেরুপ্রভা
দু'চোখের অথৈ পাথরে মাগো
থৈ থৈ তোমার জঠরের আলো লেগে আছে
চারিদিকে এত রোদ এত রোদ
জীবের বাগান
ঘুম আসে না তো
ছায়ার ছিদ্র নীরবে মুছে যায়
ঘুম আসে না তো
প্রাচীন অগ্নিপূজারী মা আমার
হৃৎপিন্ডে রেখে যায় কিছু কিছু আগুনের দাগ
মহাগ্রীব
সারাটা দিবস তীব্র তরবারী হতে নিরন্তর ঝরে ইস্পাতের লালা
মেরুদন্ডের অধিক
গোপন প্রেয়সী হায়
মজ্জা ভেঙ্গে নিস্পলক বেড়ে ওঠে
বহুবর্ণ নাগীন নাগীন
আজ সারারাত
ছেড়া অন্ধকার জোড়া লাগানো গেল না কিছুতেই
নিদ্রাহীন বাতাসে বাতাসে শুনি
আলপিনের আওয়াজ
ফণাধর
মানুষের কাছে পরাজিত সেইসব পশুদের মলীন চেহারা
পুত্র কি দেখেছো কোনোদিন
জন্মদুখী জন্তুর সাথে আমিও তো ছিলাম
মন্দারমণি নদীতীরে
পৃথিবীর প্রাচীন গুহায়
কুরবানী গরুর হাটে হাটে
থামিয়ে দিয়েছো উড়াল ধনেশের ডানায়
পুত্র হে
বারবার কেন জল জলেশ্বরী চিড়ে দিতে আস
মানুষ তো
শুনবে না কোনোদিন মাথাহীন মাছের বিলাপ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।