আমাদের কথা খুঁজে নিন

   

এইসব দিনরাত্রি



মনটা বড্ড বেশীরকম খারাপ। গত দুইদিন আগেও আমার স্ত্রী খুব ভাল অবস্থায় ছিল। মেয়েরা মা হবার সময় খুব খোশমেজাজেই থাকে। তারপর ডাক্তার হুট করেই জানালেন অপারেশন করতেই হবে। বাচ্চা নীচে নামতে পারছে না।

আমাদের পরিবারের সবাই হতবাক। সেও খুব হতাশ এবং ভীত। আমাদের প্রথম সন্তান। কয়েকিদন পরেই ০৮/০২/২০০৯ আমাদের প্রথম বিবাহ বার্ষিকী। এই দিনে আমাকে সে নতুন একটা শিশু উপহার দিতে চায়।

তার প্রত্যাশা খুব বেশী বলে আমার মনে হয় না। আমার মা প্রতি মুহূর্তে তাকে প্রশ্ন করছে কার কেমন লাগছে,, কিছু লাগবে কিনা???? সবাই প্রার্থণা করবেন যেন আমি -আমার স্ত্রী-আমার সন্তান সবাই আপনাদের ০৮ই ফেব্রুয়ারী বিবাহবার্ষিকীতে আমন্ত্রণ জানাতে পারি। ভাইরে লেখতে খুব কষ্ট হল।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।