আমাদের কথা খুঁজে নিন

   

পেল ব্লু ডট

ঠাঁই নাই ঠাঁই নাই ছোটো সে তরী!

আমার প্রোফাইল দেখে প্রলয় হাসান জিজ্ঞেস করছিলেন 'পেল ব্লু ডট' কি? ভাবলাম উত্তরটা নতুন একটা পোস্টেই দেই, আপনাদের ভাল লাগতে পারে। 'পেল ব্লু ডট' কার্ল সাগানের একটা বই, আবার ভয়েজার-১ এর তোলা একটা বিখ্যাত ছবি। ছবিটা নিম্নরুপ: ছবিটা সর্বকালের সেরা ১০ সায়েন্স ফটোর একটা। ভয়েজার-১ এর মুখ্য মিশন শেষ হবার পর কার্ল সাগানের অনুরোধে পৃথিবী থেকে প্রায় ৪ বিলিয়ন (৪০০ কোটি) মাইল দূর থেকে ছবিটা নেয়া হয়। সাগানের উদ্দেশ্য ছিল মহাবিশ্বের বিশাল ব্যাপ্তির তুলনায় আমাদের ক্ষুদ্রতা বোঝানো। বইটার কাভার নিম্নরুপ: সাগানের খুব বিখ্যাত কিছু কমেন্ট আছে ছবিটা নিয়ে। এ্যাল গোরের 'অ্যান ইনকনভিনিয়েন্ট ট্রুথ' ডকুমেন্টারীর শেষের দিকেও ছবিটা ফিচার করেছিল। গোর সেখানে সাগানকে প্যারাফ্রেজ করেছিলেন: "ইটস অল উই হ্যাভ গট!"


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।