আমাদের কথা খুঁজে নিন

   

কলারোয়া সীমান্তে বিজিবি-চোরাচালানি সংঘর্ষ, বিজিবি সদস্য আহত

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে চোরাচালানিদের সঙ্গে বিজিবির সংঘর্ষে একজন বিজিবি সদস্য আহত হয়েছেন। বিজিবি একজনকে আটক করেছে। আজ বৃহস্পতিবার ভোরে সীমান্তবর্তী কাকাডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটেছে।

সাতক্ষীরা-৩৮ বিজিবির অপারেশন অফিসার মেজর আনোয়ারুল মাযহার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজ ভোর পৌণে ৪টার দিকে কলারোয়া উপজেলার বাকশা গ্রামের মইন ও তার ছেলে তুহিনের নের্তৃত্বে এক দল চোরাকারবারী ভারত থেকে চোরাই পথে  ফেনসিডিল, ফল নিয়ে আসছিল। এ সময় বিজিবির একটি টহল দল তাদেরকে ধাওয়া করলে চোরাচালানিরা বিজিবিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।

এতে নায়েক সুবিদার আমীর আলীর দাঁত ভেঙ্গে যায়। তাকে সাতক্ষীরা-৩৮ বিজিবির হেড কোয়ার্টারে এনে চিকিৎসা দেয়া হয়েছে। পরে বিজিবি আত্মরক্ষার্থে ৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে গুলিতে কেউ হতাহত হয়নি।

বিজিবি ইঞ্জিনভ্যান ভর্তি ফল, ১১৩ বোতল ফেনসিডিল এবং নসিমন চালক কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের নূরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলামকে আটক করেছে।

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।