sawhir@yahoo.com
গত বছরের শেষের দিকের ঘটনা, ক্যাফেত একজন ভদ্র ইউজার বসলেন। তারপর উনার নানান প্রশ্ন?
যেমন: ওয়েব ক্যাম আছে?
ডাউন লোড স্পীড কত?
অপেরা বা মজিলা আছে কি না?
পিসি কি পি-৩ না ৪ ইত্যাদি,
প্রিন্ট করা যায় কি না? নানান প্রশ্ন করতাছেন, এক পর্যায়ে আমি প্রায় বিরক্ত হয়েই যাচ্ছিলাম যে, এত প্রশ্ন করতাছেন ক্যান উনি, বাম হাত দিয়া দেই একখান কশাইয়া কানের নীচে। আবার চিন্তা করলাম আমি দোকানদার মানুষ এটা করা উচিত হবে না, বরং নিজেকে কন্ট্রোল করে ম্যানেজ করলাম এবং আমাদের সুবিধাদির কথা বল্লাম।
ভদ্রলোক মনে হচ্ছে আমার ক্যাফে সার্ভিসের কথা শুনে সন্তুষ্ট হলেন না। বিরক্তের ছাপ মুখে নিয়ে বললেন কোনটাতে বসবো।
আমি আংগুল দিয়া ৫নং পিসিটা দেখিয়ে বল্লাম এটাতে বসেন। কারন এই পিসিটাই বর্তমানে সবচেয়ে ভাল পারফমেন্স দিতাছে। যাই হোক উনি বসলেন, কিছুক্ষন পর পর ডাকা ডাকি করতাছে, ভাই পেইজ ত ওপেন হইতাছে না, লেখা এত ছোট ক্যান, মাউস ত নরতাছে না খালি আটকাইয়া যায়, কিবোর্ডেও সমস্যা ঠিক মত কি দেখা যাইতাছে না। আমিও উত্তর না দিয়ে ভদ্রলোকের কথা না শুনার মত করে বসে রইলাম।
তার কিছুক্ষণ পর আবার চিল্লাইতাছে "কইলাম যে একটা ভাল পিসিতে বসাইতে, বসাইছে একটা নষ্ট কিবোর্ড ওয়ালা পিসিতে, এতক্ষণ ধইরা টিপতাছি কোন নাম্বার উঠতাছে না, ও ভাই আমারে ত নষ্ট কিবোর্ড দিছেন, নম্বর উঠে না"
আমি এইবার উনার কাছে গিয়ে বিরক্তের সহিত বল্লাম যে, কি সমস্যা বলেন? উনি বল্লেন নম্বর লিখা যাইতাছে না, কি-বোর্ড নষ্ট, এই যে দেহেন!! আমি দেখি নাম লক অফ করা, টিপ দিয়া অন কইরা দিলাম এবং বল্লাম আগে কমপিউটার চালানো শিখেন তারপর কাজ করতে আসবেন।
বেচারা আমার দিকে চাইয়া রইল, ১০ টাকা দিয়া চলে গেলেন আজও এলেন না। আমার মনে হয় উনি ঘটনাটায় মারত্মক লজ্জা পাইছেন, তাই আর এদিকে আসেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।