আমাদের কথা খুঁজে নিন

   

অরুণাভ দ্যাখ আমি এসে গেছি.............................

যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানী প্রকাশ্য পথে হত্যার প্রতিশোধ চায়না আমি তাদের ঘৃণা করি
তোর যে হাতটি শিশুর নরোম গাল টিপে আদর করত আজ সেই হাতে কালসিটে হাতকড়া দাগ, ভেঙ্গেচুরে দুমড়ে-মুচড়ে পড়ে আছিস তুই অরুণাভ। তোর সহ্যক্ষমতা মাপতে নখের ভেতর সুঁই ঢুকিয়েছে, রক্তাক্ত অরুণাভ, তুই পড়ে আছিস বিরান ময়দানে। জেলখানার ওই উঁচু টাওয়ার ছাড়িয়ে আমার মাথা আকাশে উড়ছে, সব ক’টা জেল ফাটিয়ে চলে এসেছি আমি, এই দ্যাখ অরুণাভ, তোর রক্ত ছুঁয়ে আমি ও আমরা। ছোটবেলায় সখ ছিল ঘুড়ি ওড়ানোর, এবার ? হ্যাঁ অরুণাভ, এবার আমি দালান ওড়াব, মানুষ ওড়াব আর ওড়াব আমার ভেতরের স্নেহ-ভালবাসা এবং ‘আমি’ কে, ঠিক দেখিস আমি চন্ডাল হয়ে শ্মাশানে বসে থাকব , দেখব কত শত অরুণাভ পুড়ে শেষে শ্মশান নেভে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।