আমাদের কথা খুঁজে নিন

   

পিটিশনে স্বাক্ষর করুনঃ Pakistani Govt. Must Ask for Forgiveness to Bangladesh and want United Nations help to bring the war criminals to justice (রিপোস্ট)

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

পিটিশনে স্বাক্ষর করুনঃ Pakistani Govt. Must Ask for Forgiveness to Bangladesh and want United Nations help to bring the war criminals to justice আমাদের মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল জয়ের পর আজ পর্যন্ত আমরা পাকিস্থানকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে বাধ্য করতে পারিনি । বরং পাকিস্থানী যুদ্ধাপরাধী সামরিক কর্মকর্তাদের পাকিস্থানী ফেরত পাঠাতে বাধ্য হয়েছি আন্তর্জাতিক চাপের কারণে । পাকিস্থাণীর সহযোগি ছিল আমেরিকা, চীন আর তথাকথিত মুসলিম বিশ্ব ।

তাদের আন্তর্জাতিক চাপের কাছে আমরা কোনভাবে পাকিস্থানকে এখন পর্যন্ত যুদ্ধের জন্য ক্ষমা চাওয়াইতে পারিনি । সেই পাকিস্থানরে কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ তো দূরের কথা ক্ষমা চাওয়াতে হলে প্রয়োজন আর্ন্তজাতিক বিশ্বের চাপ । সেই চাপ সৃষ্টির জন্য চাই বিশ্বের শান্তিকামী মানুষের সমর্থন যে সমর্থন ১৯৭১ সালে আমাদের প্রেরণা যুগিয়েছিল । সেই লক্ষ্ই এই পিটিশন । আমাদের সকলের দায়িত্ব হচ্ছে নিজেদের বন্ধুবান্থবদের সাথে সাথে পরিচিত সকলেই অনুরোধ করা এইরকম পিটিশনে স্বাক্ষর করা ।

এমন বিন্দু বিন্দু ক্ষুদ্র উদ্যোগেই একদিন পাকিস্থানকে বাধ্য করবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে । সেই অনাগত দিনে প্রত্যাশায় , আসুন আমরা পাকিস্থানকে ক্ষমাচাই বাধ্য করি, এই পিটিশিনে স্বাক্ষর করি । পিটিশনের লিংকঃ Pakistani Govt. Must Ask for Forgiveness to Bangladesh and want United Nations help to bring the war criminals to justice আপনাদের সম্মিলিত সমর্থনে আমরা একদিন আমাদের অভীষ্ট লক্ষে পৌঁছাব । রাহা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.