আমাদের কথা খুঁজে নিন

   

বিদায়

ঊষর মরুর ধূষর বুকে একটি যদি শহর গড় , একটি হৃদয় সুখী করা তাহার চাইতে অনেক বড় । পৌষ মাঘের গাছের নিচে হেমন্তের বিদায় আয়োজনে দূরে যেন শেষ ঘণ্টা বাজাল বুনো ঝোপের শেষ ফুলটি ঝরে । রুপের গভীরে কি যেন ভালোবাসা ছিল ছিল আগুনের পাশে বসে মাথা নেড়ে যাওয়া, ছিল অনিন্দ রূপে মুঢ় প্রেম। পরিবর্তনে কাতর প্রিয় মুখ বেদনার শ্রাদ্ধ করে পলাতক প্রেম, আত্মহননে মত্ত উড়ু উড়ু মন, গভীর মায়া মাখা ছিল যাতে। মুগ্ধ নিকোশ কালো আঁধারে অস্ফুট সরে বলল হেম্নতিকা বিদায় বিদায় বিদায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।