আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীফলতলা গ্রামে উৎসবমুখর জ্ঞানমেলা

মায়ার চাঁন্দের মায়া এমন, কান্দাইল সারা জনম.....

আজ প্রথম আলো তে পরলাম যে শ্রীফলতলা গ্রামে উৎসবমুখর জ্ঞানমেলা হচ্ছে। ওই গ্রামের লোকজন এই প্রথম কম্পিউটার দেখল। এটা পড়ে মনে পরে গেল আমার প্রথম কম্পিউটার দেখার কথা। আমার বন্ধুর বাসায় আমি প্রথম কম্পিউটার দেখি ১৯৯৬ সাল এ, যেটা ছিল একটা ২য় প্রজন্মের কম্পিউটার। ওর কাছ থেকেই শুনেছি যে তখন বাজার এ নাকি ৪র্থ প্রজন্মের কম্পিউটার ও আছে।

ওটা দেখার জন্য তখন আমি ঢাকার মতিঝিল এর ফ্লোরা কম্পিউটারস এ গিয়েছিলাম অই ৪র্থ প্রজন্মের কম্পিউটার দেখার জন্য। আর আমি কম্পিউটার দেখতে এসেছি শুনে ফ্লোরা এর কর্মকর্তা খুব অবাক হয়েছিলেন, কিন্তু উনি আমাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছিলেন ওই কম্পিউটার এর বৈশিষ্টগুলো। আর এখন নিশ্চই ওই গ্রাম এর লোকজন একেবারে নতুন প্রজন্মের কম্পিউটার দেখছে, আর সেই অজপাঁড়াতে বসে। আমরা পারছি কম্পিউটার কে আস্তে আস্তে গ্রামে ও ছড়িয়ে দিতে। ভাবতে ভালই লাগে।

দেশ এগিয়ে চলছে। বাংলাদেশের প্রতিটা স্কুল আর গ্রাম এ কম্পিউটার পৌছে দিতে পারলে এটা দেশের জন্য সুফল এ বয়ে আনবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.