আমাদের কথা খুঁজে নিন

   

নীল চাঁদের মুখ



তুমি চাঁদ, নীল আলোর স্তবক । আমাকে আলো দাও নারী কোমল বসন্ত হয়ে ফের খুলো ঋতুর কপাট। বয়ে যাও ধীর তপস্যাতনু ডান পাশে রেখে। আমি এই প্রবাহনে সিক্তরূপ দেখেছি জমিনে। কিভাবে শিশিরনিদ্রা চোখে নিয়ে আমনের সজীব মুগ্ধতা ,মাতে আর মাতায় আকাশ। ছায়ামন চারপাশে ভালোবেসে ঘুর ঘুর করে। ঘোর থাকে ঢেউয়ের জলেও। আর থাকে বন;জোড়ারাত। মাঝিও বৈঠা ফেলে সে আলোতে, রাতের গহীনে। আমাকে চুম্বন করো নারী, রেখে দাও নীলের অধীনে !


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।