স্বাধীনতা তুমি...যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা... www.rupok.net WwW.ArToNaD.CoM
কোডারদের দুনিয়ায় স্বাগতম
আমরা সবাই কমবেশী কোডিং করি। কেউ জেনে, কেউবা না জেনে। কেউ নিজের জন্য, কেউবা অন্যকে সাহায্য করবার জন্য। মোটকথা কোড ছাড়া টেকি দুনিয়া প্রায় অচল। ফ্রন্ট এন্ডে হোক বা ব্যাক এন্ডেই হোক, সর্বত্রই কোড আর কোড।
আর যারা কোড নিয়ে স্বপ্ন দেখতে ভালোবাসেন, যাদের কাছে আমার মত "কোড ইজ পয়েট্রি", তাদের দুনিয়াই হচ্ছে এই "কোডার দুনিয়া"।
আজ থেকে সামহয়্যারইনব্লগে কোডার দুনিয়ার যাত্রা শুরু। হাটিহাটি পায়ে পথ চলা শুরু করল এই গ্রুপটি। আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাবো, এই প্রত্যাশা ব্যক্ত করি।
এই গ্রুপটি যে কেবলমাত্র যারা কোডিং করেন তাদের জন্য, তা নয়।
এই গ্রুপটি যে কোন ব্লগারের জন্য যার কোন ধরনের টেকি সাহায্য প্রয়োজন। এই গ্রুপটি তাদের জন্য যারা কোডিংকে ভালোবাসেন, কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না। এই গ্রুপটি তাদের জন্য যারা অন্যকে কোডিংয়ে সাহায্য করতে এবং সাহায্য পেতে আগ্রহী। আশা করছি আমরা একসাথে কাজ করার মাধ্যমে হয়তো নতুন কিছু করতে পারব, অন্ত:ত পুরাতনকে নতুন করে গড়তে পারব।
আপনাদের সাফল্যই আমাদের সাহস।
আপনাদের ভালোলাগাই আমাদের অনুপ্রেরণা। এই গ্রুপ থেকে আপনারা যদি উপকৃত হন, তবেই এই গ্রুপের সার্থকতা, ভালোলাগা।
আশা করছি সবাই ভালো থাকবেন।
কোডার দুনিয়ার ঠিকানা: Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।