মদিরতায় আবছা রেলগাড়ি
বিষন্ন রেস্তোরাঁয় বসে আছে ওয়েটার
ঘড়ির কাঁটায় সময়ের মন নেই
চেয়ারে টেবিলে ঝরছে স্মৃতির মদিরতা
ঘোড়া থেকে নেমে
মৃত ঠোঁট এসে ছুঁয়েছে শরাব
চোখের মনি গলে গলগল ঝরছে বিলাপ
মাদুরে পাপোশে এখন ইঁদুরের সুদিন-
আফ্রিকান রোদ মেখে
পরিচিত গাছেরা বদলেছে বাকল-
কোথাও চিহ্ন নেই -কোথায়
লেখা ছিল নাম- আঁকা ছিল ফুল-
তবুও শীতের সকাল- পুকুর পাড়ে
একটুকরো রোদের অপেক্ষায়-
রোদ উঠলে আল পেরিয়ে- মাঠ পেরিয়ে-
ওই দূরের উঁচু লাইন ধরে ঝমঝম
ঝমঝম বাজনায় ছুটে আসবে আবছা রেলগাড়ি-
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।