আমাদের কথা খুঁজে নিন

   

২০ মার্চ ২০০৬ এ লেখা সাতটি

ডুবোজ্বর

২০০৩০৬-১ ধানবনে সাঁতারাই চাঁদের আলোয় পাশঘেঁষে বয়ে যায় বিস্মৃতির নদী অদৃশ্য কাঁটাতার আসমুদ্রতীর ছুঁতে পারি না জল সন্তরণে তাই তেমনই আছি আমার পূর্ণিমার তৃষ্ণা মাঠপাড়ের শূন্যরোদে বোনা ভোর সেই স্মৃতি নিয়ে শুই ছিন্নদুপুর ------------------------------------------------------- ২০০৩০৬-২ নতমুখে কাঁদি বালির উপর লবনেরা আসে সুনিপুণ নুন বালিরা ঝড়ের রথ ঢেউগুলি পঙ্গপাল লালকাকড়া কাছিমের ডিম উত্তালহরিয়াল দূরের বনে আমি দেখি না বালির ভিতর খুঁজি মরাচৌকাঠ লোভাতুর বালি আমার চোখের ভিতর তাকায় বাতাসে বাজে বালির গান বাতাস তো জানে না হেরেছি স্বেচ্ছায় বালির কাছে বালি নাকি অনেক জানে জানে আমার চোখের কোণে ------------------------------------------------------------------------ ২০০৩০৬-৪ মাঝে মাঝে সুন্দর হই পরিশ্রান্তজামাজোড়া খুলে ফেলে কাঁদি শাদাকান্নার দামে কিনি একখানি ক্লান্তির শরীর নিজের মধ্যে নিজেকে নিয়ে অস্থির হই আঙুলের ফাঁকে ফাঁকে দেখি দাবানল জ্বলে এইঅরণ্য একদিন আত্মঘাতী হবে প্রিয়তমপাখিরা একদিন তোমাদের সাথে দেখা হবে ______________________________________ (উক্তকবিতাটি খুব সম্ভব আগে একবার পোস্ট করেছি) --------------------------------------------------------------------- ২০০৩০৬-৫ নিজেকে কাদার মধ্যে ছুঁড়ে দিলাম কাদা আমার আশ্রয় হয়ে উঠলো তাকে আগুনের উপর প্রাধান্য দিলাম ভাবলাম সাঁতার কাটা উচিত কাদা যদিও তারল্যপ্রধান সুধা বস্তুত ইহা ভারি এবং আঁটালো আর আমি সাঁতারে অতিশয় আনাড়ি তবে নিজেকে কার কাছে সঁপে দেবো ----------------------------------------------------------------------- ২০০৩০৬-৬ একফালিসরুপথ বাঁধা পড়েছিলো কোনোদিন বাঁধা পড়েছিলো একখানিপাখির পালকে কালরাত্রির ডানা ছায়া ফেলেছিলো বায়ুতে এইসব নিষ্ঠুরতা দুইপাশে কামিনীর ঝোপ মাঝে পাহাড়ের একচিলতে অপসৃয়মাণ সিঁড়ি এইখানে ছেলেমেয়ে পাশাপাশি বসা নিষেধ তাকে বললাম এইখানে বর্ষাকালে বৃষ্টি হয় ----------------------------------------------------------------- ২০০৩০৬-৭ খাতা খুলে ছবিগুলি দেখে ফেলি তার অন্যআঙুলে লেখা রক্তজবার রেণু আর কম্পমান আকাশের নীল তারপরও সে কেয়াবনে অস্থির প্রজাপতি হতে চায় ছাইয়ের গাদায় বেড়ে উঠা জবা তার ঘুমে লেখা আছে নিষাদের চর এইসব ছবি তার খাতার অক্ষর


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।