আমাদের কথা খুঁজে নিন

   

সর্পিল (নাকি সর্প?) শরাব


ইহধামে যে কত বিচিত্র বস্তুর কথা শ্রবণ করিতে হইবেক!!! মানুষের রুচিবোধ যে কত বিচিত্র হইতে পারে তাহার প্রকৃষ্ট নিদর্শনের অধিকাংশই সম্ভবত পূর্ব এশিয়ার দেশ সমূহে গেলে দেখা যায় (আমার সাথে কেহ দ্বিমত পোষন করিলে চুপ থাকুন নতুবা হড়ড়ড়ের ন্যায় ব্লক করিয়া দিব X) যাহা বলিতেছিলাম। ভিয়েতনামে নাকি সর্পিল বা সর্পিত শরাব ক্রয় বিক্রয় হয়। সিধা কথায় বলিতে, শরাবের শিশি নির্মিত ধারকের অভ্যন্তরে সর্প, বিচ্ছু, ব্যাং প্রভৃতি পুরিয়া তাহাতে শরাব রাখিয়া বিক্রয় করা হয়। এই সকল সর্প আবার যেনতেন নহে, রীতিমত কোবরা প্রকৃতির অতি বিষধর। ইহাদিগকে এমন শৈল্পিক ভাবে বোতলজাত করা হয় যে মনে হইবে জ্যান্ত গক্ষুর এই বুঝি ছোবল বসাইল। ইহাদের মুখগহবরে আবার বৃশ্চিক ঝুলন্ত দেখা যায়। ( ভিয়েতনাম বাসি মনে করে এই শরাব নাকি উত্তেজনা বর্ধক। কাগুর শরাবপানের ভাব দেখিয়াছেন ? X# (জিনির বোতলে সবুজ সর্প) ____ এক্ষনে যুক্ত করা ভাল, "আমি নিছক আনন্দ লাভের জন্য যারা প্রাণী শিকার করে তাহাদের কীটের অধিক ঘেন্না করি"
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।