বন্ধুভাবাপন্ন
==============================
তুই হাসলেই,জোসনা মাতাল, গাঢ় নেশায় চুর,
তুই হাসলেই, আধাঁরে জোনাক, দায়িত্বে বিমূঢ়।
তুই হাসলেই, রাত থেমে যায়, স্বপ্ন দীর্ঘ পথে,
তুই হাসলেই, সত্যি হচ্ছে, ভাবনা কল্পলোকে।
তুই হাসলেই, মরুর আকাশে, সবুজ বৃষ্টি বারি,
তুই হাসলেই, বরফের দেশে, গ্রীষ্ম, আকাশ ফাঁড়ি।
তুই হাসলেই, গোলাপের লালে, চুয়ে পড়ে প্রেম আশা
তুই হাসলেই, গন্ধরাজের সাদাময় ভালোবাসা।
তুই হাসলেই, আকাশে বাড়ে, গাঢ় নীলিমার হার
তুই হাসলেই, মেঘ সরে যায়, বাতাসের অভিসার।
তুই হাসলেই, মধু-চাক-বনে, মৌ-ময়-গুঞ্জন
তুই হাসলেই, বনে-গাছে-ডালে, চখা-চখি আলোড়ন।
তুই হাসলেই, ঘরছাড়া হয়, সংসারীদের দল
তুই হাসলেই, বাউন্ডুলেরা, ভুলে যায় যত ছল।
তুই হাসলেই, ঘাসফুল ফোটে, অবাক ধরনী জুড়ে
তুই হাসলেই, নাচে কাশবন, হিংসায় কুঁড়ে পুড়ে।
তুই হাসলেই, ফসলের ক্ষেতে, সোনালী হাতছানি
তুই হাসলেই, নদী-বিলে-ঝিলে, জলজ সম্বোহনী।
তুই হাসলেই, কবিতারা যত, একসাথে গান গায়
তুই হাসলেই, গদ্যেরা এসে, থেমে থাকে এক ঠাঁয়।
তুই হাসলেই, বন্ধু সঙ্গ, স্বর্গ যাপন সম
তুই হাসলেই, মর্ত্যে সুখী, আমিই শ্রেষ্ঠতম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।