আমাদের কথা খুঁজে নিন

   

ইনশাল্লাহ্ বাংলাদেশ মাথা উচুঁ করে উঠে দাঁড়াবে



ছালাম সবাইকে। সেইসাথে নববর্ষের শুভেচ্ছা। প্রধানমন্ত্রী এবং বিরোধীনেত্রী এখন পর্যন্ত সদ্ভাব বজায় রেখে কথা বলছেন, মিলেমিশে কাজ করার চেষ্টা করছেন- এটা ৩৭ বছরেরর মধ্যে বড় সুখবর- আমার মতে। আমাদের যেহেতু নৈতিক ধ্বংস হতে হতে আর অবশিষ্ট কিছু নেই, তাই এখনই সময় ফিরে দাঁড়াবার। নিজেকে বদলে দেবার, অন্যকে বদলাতে সাহায্য করবার।

সম্ভবও হচ্ছে কিছু কিছু। বেশিরভাগ মন্ত্রী ভাল রেকর্ডের অধিকারী, তার আরো ভাল কাজ দেখাবার চেষ্টা করছেন: পূর্ববর্তী খারাপ মন্ত্রীদের পরিনতি হতে শিক্ষা নিচ্ছেন, সর্বোপরি প্রধানমন্ত্রী স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এবং ছাত্রলীগ নেতাদের সংযত হতে বলছেন-- এসবই ভাল লক্ষণ আমার মতে। এর আগে দুই নেত্রীর কেউ এতটা দূরদর্শী হতে পারেননি, তাই জনগন তাদের বারবার প্রত্যাখ্যান করেছেন। মানুষ হিসাবে কেউ ধোয়া তুলসী পাতা নয়; না আমরা, না তারেক জিয়া, কোকো জিয়া; না জয়, পুতুল; তবে তাদের চেষ্টা করতে হবে কতটা সৎ থেকে কাজ করা যায়। বাবা-মা ক্ষমতায় থাকলে সন্তানের, ভাইবোনদের, আত্নীয়দের একটু শো-ডাউন দিতে ইচ্ছে করেই, তবে তা যেন দুর্নীতি ও জনগনের ভোগান্তিতে পর্যবসিত না হয়।

আসুন, আমরা সবাই শাসকের দরবারে মনের কষ্টের কথা জানায়। ভোট দিয়েছি যেহেতু, তাই তারা আমাদের কাছে দায়বদ্ধ। আমার কাছে কিছু ত্রুটি ধরা পড়বে, আপনার কাছে কিছু ধরা পড়বে, এভাবে দেখিয়ে দিয়ে হুশিয়ার করে দেবো। তারা শুদ্ধভাবে কাজ করার চেষ্টা করবে। চেক এন্ড ব্যালান্স এটা।

আমেরিকায় ওবামা এসেছে- জনগণের সে কি স্বতস্ফূর্ত প্রত্যাশা! সে সফল হবে অবশ্যই। বাংলাদেশেও এ সরকার সমান বয়সী। সে-ও ওবামার পদ্ধতি অনুসরন করতে পারে। গিভ এন্ড টেক এটা। বাস-ভাড়া সরকারি নির্দেশনা দিয়ে কমাতে হবে।

কারণ, প্রতিদিন দেখছি- বাসের স্টাফ এবং যাত্রীদের মধ্যে বিতন্ডা, এমনকি চড়-থাপ্পর পর্যন্ত গড়াচ্ছে! কেন হবে এটা? বাজার সিন্ডিকেট এখনো চলছে। এটা ভাঙতে হবেই। জনগন যেন সরাসরি এমপি, মন্ত্রী, পুলিশ কর্মকর্তা, সাহায্যকারী সব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে ঘুষ ছাড়াই দাবি-দাওয়া জানাতে পারে- সেই সিস্টেম করা উচিত সরকারের। প্রধানদের ওয়েব এড্রেস থাকবে, ইমেইল এড্রেস থাকবে, সেগুলো জনগন যেন জানতে পারে, সেই প্রচারনা টিভি রেডিওতে করতে হবে, জনগন তাদের গোপন-প্রকাশ্য অভিযোগ সেখানে জানাবে এবং প্রতিটা চিঠির উত্তর দিতে (সমাধান কিংবা তদন্ত ব্যাপারে) দায়িত্বপ্রাপ্ত রা বাধ্য থাকবে। অনেক কিছুই তো চাইতে ইচ্ছে করে সরকারের কাছে।

অসুস্থ বাংলাদেশ দেখতে আর ভাল লাগে না। আমরা সবাই যে যার অবস্থানে থেকে কাজ করে বড় হতে চাই; রাষ্ট্র আমাদের সেই পরিবেশটুকু নিশ্চিত করুক। ব্যবসায়িরা চাঁদামুক্ত পরিবেশে ব্যবসা করুক, অসৎ সিন্ডিকেট না গড়ুক। তথ্য প্রযুক্তিতে আরো এগুবো আমরা। ঘরে ঘরে বিদ্যুৎ থাকবে, সামর্থের মধ্যে কম্পিউটার থাকবে ঘরে ঘরে, রাস্ট্রীয় র্ভতুকি থাকবে এসব উন্নয়নমূলক ক্ষেত্রে।

সারা বিশ্বে অনেক নজীর আছে অবিশ্বাস্য সব ফিরে আসার। আমরাও পারব! আমাদের বিশাল জনসম্পদ আমাদের দ্রুত উন্নয়নে সহায়ক হবে। শুধু দরকার কিছু সৎ মনের পরামর্শক, সাহায্যকারী। মালয়েশিয়া পেরেছে, ভারত পেরেছে, আফ্রিকার দেশগুলো পেরেছে_ আমরাও পারব! সোনিয়া গান্ধী, মাহাথির মোহাম্মদ, নেলসন মান্ডেলা, বারাক ওবামা আমাদের এই বাংলাদেশের নেতা-নেত্রীদের মাঝেই নিহিত আছে। শুধু দরকার একটু কাজ দেখানোর আগ্রহ, দরকার একটু দেশের নিরীহ মানুষের আপন ভাবা! আসুন আমরা নোংরা গীবত না করে, তাদের গঠনমূলক সমালোচনা করি, তাদের কাজের পথগুলো দেখিয়ে দিই, তাদেরকে সুযোগ দিই! WE SHALL OVERCOME! LET THERE BE LIGHT!! সুকোমল বৃত্তিগুলো শতধারায় প্রস্ফুটিত হোক বাংলাদেশের আনাচে কানাচে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.