বগুড়ায় আবারও ক্রিকেটের আসর বসছে। তবে এবার ছেলেদের নয়। এবার বসছে মেয়েদের আসর। আগামী ফেব্র“য়ারিতে পাকিস্তান, শ্রীলংকা ও বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় তিনজাতি ক্রিকেটের দুটি ম্যাচ হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। ৩ ফেব্র“য়ারি পাকিস্তান, শ্রীলংকা ও বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল বগুড়ায় পৌঁছাবে। ৪ ও ৫ ফেব্র“য়ারি তিন দল অনুশীলন করবে সেখানে। এরপর ৬ ও ৭ ফেব্র“য়ারি দু’টি একদিনের ম্যাচে অংশ নেবে। ক্রিকেট বিশ্বের দুই পরাক্রমশালী পাকিস্তান ও শ্রীলংকার মহিলা ক্রিকেট দলের বগুড়ায় প্রথমবারের মত আগমনের খবরে ক্রিকেটপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। এদিকে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জানান বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম ম্যাচ খেলার জন্য সবসময় তৈরি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।