আমাদের কথা খুঁজে নিন

   

আ'লীগের পুলাপান (ছাত্রলীগ) কি শুরু করেছে!! আপার ডিজিটাল বাংলার কি হবে??

আমার কথা শুনিতে খারাপ লাগে তাদের..., যারা অন্যের গৌরবে গর্ভবতী আগে থেকেই। সে গর্ভবতী নর নারীদের বমি হইবার সম্ভবনা শত ভাগ। তাই সাবধানে..... :) http://shonarbangla-blog.blogspot.com/

আমার কেন জানি মনে হইতেছে আ'লীগের বর্তমান সরকার ব্যর্থ হবে! অনেক গুলো কারনের মধ্যে ছাত্রলীগের সে পুরানা জামানার রাজনীতি হইলো যায় একটা। এই গত নির্বাচনে আ'লীগের বিজয়ের পরপরই ছাত্রলীগের পোলাপান যে ভাবে হল দখল নিয়ে হাঙ্গামা শুরু করছে তাতে হাসিনার ডিজিটাল বাংলার স্বপ্নের বারোটা বাজাইবো!! হল দখল নিয়ে নিজ দলের মধ্যেই হামলা পাল্টা হামলা চলতেছে! আল্টিমোটাম তো আছে! অবাক হইবার কিছু নাই! যেইটা... ২০০৮ এর আগে লাউ ছিলো সেইটাই ২০০৯ এ ডিজিটাল পদ্ধতিতে কদু হয়ে আসিয়াছে...!! পরিবর্তন কেমনে হইবো?? ছাত্রলীগ কি শ্রমিকলীক, যুবলীগ কি ঘাটলীক সবাই সেই পুরানা উত্তরাধিকার সূত্র'রে প্রাপ্ত তাদের বাপ এর সম্পদ দখলে ব্যস্ত!!! কিন্তু প্রশ্ন হইলো এই সব অপকর্মের গরু ঠাউর কেড়া কেড়া?? হাসিনা বু'র উচিত ঠাউরদের পাছায় লাথি দিয়ে জেলের মধ্যে ডুকিয়ে ডিজিটাল পদ্ধতির কালাকানুন তাদের কিছু শেখানো..... নাইলে কিন্তু মাইনষে আর স্বপ্ন খাইতো না সেটা ডিজিটাল হোক আর বঙ্গবন্ধুর হোক !! সোজা ২০০ মাইনাস করবো জাতীয় সংসদ থেইকা। এই আজকে আমাদের অর্থমন্ত্রী আব্দুল মাল মুহিত কইলো.... সরকার রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে চায়!! কিন্তু কেমনে? তারা তো হাসিনা, সাহারা খাতুন, আশরাফ হোসেনের দমকের পরে ও থাইমা নাই!! তার মানে হইলো এদের রক্তের মধ্যে দোষ আছে...., নাকি আ'লীগের নেতা নেত্রীরা চোররে কয় চুরি কর জনগণ কে কয় হজাগ থাকতো!!!! তারপরে ও যাই হোক অন্তত হজাগ থাকতে তো কইছে হের লাইগা তাগোরে ধইন্যবাদ...., তয় অনেক আ'লীক আবাল আছে তারা হয়তো কইবো অবশ্য প্রায় তারা এইরাম বক্তিমা মারে... পুরানা কাসুন্দিরসুরে.... এইটা পেশীবাদী চারদলীয় জোটের ষরযন্ত্র..., ছাত্রদল এবং শিবিরের দলীয় কোন্দলের কারনে নৈরাজ্য চলতেছে...। প্রগতিবাদী ছাত্রসংঘরা শুধু মাত্র হাত এবং পিস্তল দিয়ে তা প্রতিহত করবে.. অথবা তারা গত চার দলীয় সরকারের সময়ের উদাহরন দিবে.... যে ছাত্র দল, শিবির এরাম করছে.... আমরা করলে দোষ কি?? না কোন দোষ নাই শুধু ... আপনাদের ফেয়ারের আপার ডিজিটাল বাংলা এবং পরিবর্তনের মহাকাব্য খানি মনে রাইখেন আর কি...., আর লাউ কদুর পার্থক্যটা যে কি সেইটা ও মনে রাইখেন.... এই দিন দিন নয় আরো দিন আছে ... সে দিনের আগে মনে হয় কেয়ামত হইবো না তয় সে দিন কিন্তু মাইনষে (জনগণে) আপনাদের( আ'লীগের) আগা গোড়া.... সব কাচি দিয়া মাইনাস করবো.... কোনটা আগাছা আর কোনটা ফলদি গাছ সেইটা তহন মাইনষে খাইতো নয়.... তখন মাইনষে খালি মাইনাস করবো....., খালিদা নিজামীদের কি করছে দেখচেন তো..... পুরা আকাশ থেইকা বুরিগঙ্গাতে পালাইচে... আপনাদের ডুবানোর সময় যদি বুরিগঙ্গা না থাকে তয় বঙোপসাগর তো আচে হে হে হে হে তাই চিন্তা কইরা চলেন.... হোগারপোলাদের সামলান......।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।