.......
একদা তিন ব্রাম্মন বেড়াইতে গেছেন সুদুর এক গ্রামে। ওখানে যাওয়ার পর এক ধর্মপ্রান লোক উনাদের দেখে নিজের বাড়ীতে আতিথেয়তা গ্রহণ করার জন্য অনুরোধ জানাইল। উনারা ওই ব্যাক্তির অনুরোধ সানন্দে গ্রহণ করে লোকটির বাড়ীতে গেলেন।
বাড়ীতে পৌছার পর লোকটি ব্রাম্মনদিগকে বলল, আপনারা একজন একজন করে স্নান সেরে আসুন আমি আপনাদের জন্য আহারের আয়োজন করছি।
প্রথম জন যাওয়ার পরে তাহার অবর্তমানে বাকী দুইজন ওই লোককে বললেন, যে ব্রাম্মন গোসলে গেছেন উনি একটি গাধা, উনাকে এত সম্মান করতে হবে না।
আপনি আমাদের জন্য ভাল খাবারের ব্যাবস্থা করেন।
প্রথমজন ফিরে আসার পরে দ্বিতীয়জন স্নান করতে গেলে একইভাবে বাকী দুইজন উনার কথা বললেন যে, যিনি স্নানে গেছেন তিনি একটা গরু। আপনি আমাদের জন্য ভাল খাবারের ব্যাবস্থা করেন।
দ্বিতীয়জন ফিরে আসার পরে তৃতীয়জন স্নান করতে গেলে একইভাবে বাকী দুইজন উনার কথা বললেন যে, যিনি স্নানে গেছেন তিনি একটা ছাগল। আপনি আমাদের জন্য ভাল খাবারের ব্যাবস্থা করেন।
যখন খাবারের সময় আসল, লোকটি তিন প্লেইটে করে একটা কাপড় দিয়ে ঢেকে খাবার নিয়ে এল। এদিকে তিন ব্রাম্মনের তখন খিদায় পেট চুঁ চুঁ করতেছে।
খাবার সামনে পেয়ে আর দেরি না করে তিন ব্রাম্মন যখন ঢেকে দেয়া কাপড় সরালেন তখনতো তাদের চক্ষু চড়কগাছ। ওমা!একি! প্লেটে দেখি ঘাস আর কাঠালপাতা।
তাঁরা রাগান্বিত হয়ে লোকটাকে জিজ্ঞেস করলেন, আমাদের সাথে ফাজলামি হচ্ছে কেন? উত্তরে লোকটা বলল, আজ্ঞে জনাব, আপনারাইতো একজন আরেকজনের কথা বললেন, গরু,গাধা, ছাগল।
তাই আমি গরু,গাধা এবং ছাগলের খাবারের ব্যাবস্থা করেছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।