আমাদের কথা খুঁজে নিন

   

ফেডোরা ইনফিনিটি ডে- বাংলাদেশ

বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স (বিএলইউএ) হচ্ছে বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের জন্য একটি স্বেচ্ছাসেবক সংগঠন। বর্তমানে এ সংগঠনটি বিশ্বব্যাপী লিনাক্স কমিউনিটিগুলোর মধ্যে বাংলা ভাষার এবং বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের প্রতিনিধিত্ব করে চলেছে। পাশাপাশি ক্রিয়েটিভ কমন্সের বাংলাদেশী অ্যাফিলিয়েট হিসেবে কাজ করছে এবং বিভিন্ন ওপেনসোর্স প্রজেক্টের সাথে জড়িত। http://www.linux.org.bd  

উবুন্টু লিনাক্স আমাদের অনেকের প্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশন এবং অধিকাংশ মানুষের মুখেই উবুন্টু লিনাক্সের কথা চলছে। এভাবে দেখা যাচ্ছে লিনাক্স বলতেই অনেকে উবুন্টু লিনাক্স বলছে।

তাই বিএলইউএ এবং ফেডোরা বাংলাদেশ চিন্তা করছে লিনাক্সকে এবং ওপেনসোর্সকে এবং এদের মূল শক্তিকে ছড়িয়ে দেয়ার জন্য উবুন্টু লিনাক্সের পাশাপাশি অন্যান্য লিনাক্স সম্পর্কেও মানুষকে সচেতন করে তোলা উচিত। একারনেই আগামী রবিবার “ফেডোরা ইনফিনিটি ডে” অনুষ্ঠানটি আয়োজন করছে বিএলইউএ এবং ফেডোরা বাংলাদেশ। সহায়তায় (লজিস্টিক্স/সাপোর্ট) রয়েছে “আমাদের প্রযুক্তি ” ফোরাম। অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে "মুক্ত.অর্গ" । অনুষ্ঠানে রয়েছে: ১. ফেডোরা ১০ ফিচার ট্যুর।

২. ফেডোরা ডেমন্সট্রেশন। ৩. লাইভ ইউ.এস.বি. তৈরী করা: এখানে একটা কম্পিউটারে আগ্রহীদের বুট/লাইভ ইউ.এস.বি. তৈরী করে দেয়া হবে। এজন্য আপনার পেন-ড্রাইভটি আনতে হবে (কমপক্ষে ১ গিগাবাইট আকারের)। ৪. ফেডোরা ১০ লাইভ সিডি/ডিভিডি বিতরণ। ৫. প্রশ্নোত্তর পর্ব।

বিস্তারিত অনুষ্ঠানসূচী দেখতে গুগল ডকের এই ডকুমেন্টটি দেখুন। অনুষ্ঠানের নিবন্ধন অনুষ্ঠানে যোগ দিতে এখানে রেজিস্ট্রেশন/নিবন্ধন করুন: http://fedora.linux.org.bd/ (নিবন্ধনকৃত প্রথম ১০০ জন অংশগ্রহণকারীকে বিনামূল্যে ফেডোরা লাইভ সিডি/ডিভিডি দেয়া হবে। ) এই অনুষ্ঠানটি আমাদের সফটওয়্যারের মতই বিনামূল্যে, অর্থাৎ নিবন্ধন/অংশগ্রহন করতে কোন ফী দিতে হবে না। সুতরাং, আপনার বন্ধু, সহকর্মী, আত্মীয় বা প্রতিবেশীকে নিয়ে ফেডোরা লিনাক্স সম্পর্কে জানতে চলে আসুন। আয়োজক: ফেডোরা বাংলাদেশ সময় ও স্থান: রবিবার, জানুয়ারি ১৮, ২০০৯; ১২:০০টা - বিকাল ৫:০০টা স্থান: প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ১১-এ, রোড-৯২, গুলশান-২, ঢাকা।

(বি.এফ.সি./HSBC এর পাশে) গুগল ম্যাপ যোগাযোগের তথ্য ফোন: 01613271737 ইমেইল:

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।