পোষাকওয়ালা একমাত্র প্রাণী
এজি মাহমুদ
প্রাণীজগতের মধ্যে পোষাক নিয়ে মানুষের যেমনটা দুর্নিবার আকর্ষণ রয়েছে তেমনটা পৃথিবীর অন্যকোন প্রাণীদের মধ্যে দেখা যায় না। এ বিষয়টি আসলে আপেক্ষিক কেননা মানুষ বাদে পৃথিবীর অন্য কোন জীব-জন্তু-জানোয়ারদের কেউই পোষাক পরে না। এ তথ্যটিও যে অবশ্য পুরোপুরি নিরঙ্কুশ সেটিও জোর গলায় দাবি করা যাচ্ছে না। কারন মাঝে মাঝেই রাস্তাঘাটে খেলা দেখানো বান্দরদের ফুল-হাফ প্যান্ট পরে লাফ-ঝাপ করতে দেখা যায়। তবে সেটি পরিধানের ব্যাপারে তাদের নিজস্ব ইচ্ছা কতটুকু রয়েছে সেটা একমাত্র তারাই ভালো বলতে পারবে।
পোষাকের ব্যাপারে মানুষের নিজস্ব পছন্দের বিষয়টি কতটা ভয়ানক হয়ে উঠতে পারে সেটা সাম্প্রতিক সময়ে আরেকবার প্রমাণিত হয়ে গেল ঢাকা নার্সিং কলেজের প্রথম ব্যাচের বিএসসি নার্সিং শিক্ষার্থীদের ইউনিফর্ম বিষয়ক আন্দোলনে।
কলেজ কর্তৃপক্ষ সম্ভবত, পৃথিবীর সকল মানুষ যেহেতু সমান তাই পৃথিবীর সকল নার্সও সমান-এই জাতীয় দার্শনিক
চিন্তায় উদ্বুদ্ধ হয়ে তাদেরকে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের মত ইউনিফর্ম পরিধান করতে বলেছিল। কিন্তু তাদের মধ্যে বেশ কয়েকজন দক্ষ ফ্যশান ডিজাইনার (আই অ্যাম নট শিওর!!) থাকায় নিজেরাই নিজেদের ইউনিফর্ম ডিজাইন করে ক্লাস করতে চলে আসেন।
কিন্তু এই পোষাক নিয়ে একজন শিক্ষিকা, শিক্ষার্থীদের কটুকথা বললে তারা তিন দফা আন্দোলন এবং নার্সিং হোস্টেল কলেজ অধ্যক্ষকে নিজ কক্ষে আবরুদ্ধ করে নিজেদের ইউনিফর্মকে লিগ্যাল করে নেয়।
পোষাক বা ইউনিফর্ম নিয়ে আন্দোলনের বিষয়টি বিশ্বে সম্ভবত এবারেই প্রথম।
বছরের শুরুতেই চমৎকার একটি আন্দোলনের সূচনা এবং সফল পরিসমাপ্তি।
বাংলাদেশ, বদলে যাও।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।