নতজানু হয়ে বেঁচে থাকার চেয়ে , দাঁড়িয়ে মৃত্যু বরণ করা অনেক ভালো ।
ইন্টারনেটের দুনিয়ায় অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে সাইন আপ করে ফ্রি ডোমেইন পাওয়া যায়। কিন্তু সেগুলো ব্যাবহারের প্রধান অসুবিধা হচ্ছে যে এগুলোর আজীবনের কোনো স্হায়িত্ব নাই,যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া ফ্রি ডোমেইনে অনেক প্রকার ব্যানার এড থাকে যা ওয়েবসাইট লোড হতে দেরি করায়। এতে ওয়েবসাইটে ঢোকার আগেই ভিজিটর চলে যেতে পারে শুধুমাত্র লোডিং এর বিরক্তির কারনে।
এই সমস্যায় আমিও প্রথম পড়েছিলাম। কিছুদিন আগে আমি একটা ওয়েবসাইট পেয়েছি যাতে সাইনআপ করলে সাথে সাথে দুইটি ফ্রি ডোমেইন পাওয়া যায়। ডোমেইন গুলো খুবই শর্টকাট,যেমন- আমার ডোমেইন-www.nsworld.co.cc
একটি ইমেইলে আপনি ২টি ডোমেইন সেটআপ করতে পারবেন। তবে আপনি যদি এই সাইটে কিছু ডোনেশন দেন তাহলে আপনি ১০০টির উপরে ডোমেইন ফ্রি রেজিষ্ট্রেশন করতে পারবেন। এইসব ডোমেইন একদম ফ্রি এবং এগুলোর স্হায়িত্ব থাকবে আজীবন!আপনি প্রোফেশনাল ডোমেইন হোষ্টিং এর মত এতে Full DNS control
and domain management
, CNAME, A, MX, NS records! free DNS
and MX services. কিংবা এসব জানা না থাকলে শুধুমাত্র url redirection করে ডোমেইন সেটআপ করতে পারবেন।
এটা একটা ইমেইল খোলার মত সহজ।
তবে একটি পিসি থেকে একটার বেশী আ্যকাউন্ট খুলবেন না,তাহলে এরা আপনাকে ব্যান করে দিতে পারে। কারণ আপনার সাইনআপের সাথে সাথে আপনার আইপি এড্রেস সাইটটিতে রেকর্ড হয়ে যাবে।
এই জিনিসটা একদম ফ্রি।
click here to sign up
আপডেট আপডেট !!
এই ওয়েবসাইট গুগল তাদের সার্চে ব্লক করে রেখেছে স্প্যাম সাইট এই ডোমেইন ইউজ করায়।
অর্থাৎ আপনি এখন যদি এই সাইটের ডোমেইন দিয়ে নিজের ওয়েবসাইট খুলেন তাহলে সেটা কখনই গুগল সার্চে আসবে না। আপনি যতই SEO করেন না কেন।
তাই আমি বলব এইটা ব্যবহার করে এখন আর লাভ নাই ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।