কাঁচের বাসনের ঝনঝন শব্দে -
ভেঙ্গে যাচ্ছে সময়।
দুঃখের রোদে কিংবা সুখের আমেজে, সিগারেটে শেষ টান দিতে দিতে -
পুঁড়ে যাচ্ছে সময়।
ছেঁড়া গেঞ্জি, ফেলে দেওয়া একপাটি জুতো, রঙজ্বলা নাইলনের মশারি,
দেয়ালের কোণে ঝুল, দেখে শুনে বিষণ্ন পায়ে -
চলে যাচ্ছে সময়।
এইসব ভেঙ্গে যাওয়া, পুঁড়ে যাওয়া, চলে যাওয়া সময়ের ভারে,
নিজস্ব সুখ দুঃখে চাপা পড়ে যেতে যেতে, নিজের ভিতরে শুনি নিজের কন্ঠস্বরঃ
ওঠো হে! দরজা-জানালা খুলে, সময়ের ঝুঁটিটা এই বেলা শক্ত মুঠোয় ধর হে!
ওঠো হে! দরজা-জানালা খুলে, সময়ের ঝুঁটিটা এই বেলা শক্ত মুঠোয় ধর হে! ওঠো হে!
আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হল:
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।