আমাদের কথা খুঁজে নিন

   

Vowel (a, e, i, o, u)ছাড়া শব্দ কয়টা পারেন?

...

আপনি কি ইংরেজী অভিধানে ম্যালা দক্ষ? গিক টাইপ? তাহলে অন্তত পাঁচটি শব্দ লিখবেন ইংরেজীতে। যার মাঝে কোনো a, e , i, o, u থাকবেনা। এবার উত্তর লিখে দেই যা সবাই লিখেছিলেন তা থেকে: dry, fly, why, spy, cry, try, fry, shy, rhythm, why, by, sky, my, gym, crypt, hymn, lynx, myth, glyph, slyly, tryst, nymph, Gypsy, pygmy, flyby, myrrh, by অল্পবিদ্যার কারণে দুটি শব্দ বাদ দিয়েছিলাম যেদুটি 'দেশী পোলা' উল্লেখ করেছেন। সাথে ম্যাভেরিক ভাইকেও অসংখ্য ধন্যবাদ। syzygy এর অনেকগুলো মানে আছে! জ্যোতির্বিদ্যার একটি পরিমাপ।

এক ধরণের কম্পিউটার অ্যাপ্লিকেশনের নাম। একটি মিউজিক ব্যান্ডের নাম। এক্স-ফাইলসএর একটি এপিসোড ছিলো এই নামে। অসংখ্য প্রতিষ্ঠানের নাম আছে সিজিগি। symphysy তো আরো মজার nymphly, rhythms, gypsyfy, gypsyry এগুলো দেখুন সিম্ফিজি/সিম্ফিসি মানে দুটি বস্তু/বডি'র ফিউশন ।

সিম্ফিসি/সিম্ফিজি খুব সম্ভব সবচেয়ে বড় স্বরবর্ণবিহীণ ইংরেজী শব্দ। কিছুতেই মিস করবেন না নিচের তিনটি ১/ বিশেষ বিশেষ অদ্ভূৎ ধরণের শব্দ ধাঁধাঁ'র জন্য ঘুরে আসুন এখানে ২/ Vowel নিয়ে মজার মজার ব্যাপারগুলো জানতে এখানে! ৩/ যারা ইংরেজী শব্দের খেলা ভালোবাসেন কিছুতেই এই সোস্যাল সাইটটি মিস করবেন না। মোবাইলেও ব্যবহার করতে পারেন এর সাইটটি আগের পোস্টে এর অবতারণা ঘটে কিন্তু সেটি সকালে লিখেছিলাম আর তাতে অনেকের চোখ এড়াতে পারে তাই রোমাঞ্চকর অংশগুলো আবার দিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.