আমাদের কথা খুঁজে নিন

   

সাইন্টিস্ট গগাবাবুর ছড়া (এক চিমটি প্যাঁচযুক্ত)

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

[খানিকটা পুরান মাল, তবে একেবারে অরিজিনাল] ******************************************************************* সাইন্টিস্ট গগাবাবুর ছড়া ======================= নিউটন উট হলে, আইনস্টাইন নস্টা, উই পোকা ডারউইন, "বলে, নেই স্রষ্টা!" কোপারনিকাস তুমি পারনি তো বুঝতে, কলি হাতে ফ্রাংকলিন কাকে গ্যাছে খুঁজতে। "লিলি লিলি" জপে গ্যালিলিওটার দিন যায়, কেপলারও পলাদির প্রেমে পড়ে খাবি খায়! যেন-তেন বলে, সততেনবোস, কত আর, গদীতে যে জগদীশ, রেখেছো কি খোঁজ তার? "দুসসালা" বলে আবদুস সালামের হাঁক, ইবনেসিনাটা শুধু বনে যেতে চায়, যাক। লেজ কেটে মাথা ছেঁটে বলি আর কতকাল! বিগগানী গগাবাবু, মিটলো মনের ঝাল? (ছবি: ইন্টারনেট থেকে বিনা অনুমতিতে মেরে দেয়া )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.