আমাদের কথা খুঁজে নিন

   

মলের মত মানুষের দল, স্যানেটারী পায়খানা খুঁজছে সংঘ

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

খুব দ্রুত একটা সিদ্ধান্ত হওয়া দরকার, পৃথিবীর পরিবেশ ভারী করে তুলছে কিছু অনিয়ন্ত্রিত স্রাব রাশি। ধর্মীয় পীঠষ্থান নোংরা করছে অর্ধশতকের অ-সমাধান। পৃথিবীর স্রাব নিয়ন্ত্রণের প্রতিষ্ঠান জাতিসংঘ বেশ কয়েক বছর ধরেই হারপিক ব্যবহারের কথা বলছে।

কিন্তু রং পছন্দ না হওয়ায় তারকারা বারবার ব্র্যান্ড বদল করছে। আর দূর্গন্ধ বিশেষজ্ঞরা বলছে গণমাধ্যমে স্রাবের গন্ধ কে কিভাবে দিল সেটা বিবেচনা হওয়া আগে দরকার। সাম্রাজ্যের নতুন তারকার আগমণে হাত তালি দিয়েছিল যেইসব জীবাণুগুলো তারা মন খারাপ করেছে। তারা ভেবেছিল এইবারে কমোডে কিছু পরিবর্তন হবে, তারকার শংকর পশ্চাতে নিজেদের মুখ আরো পরিষ্কার দেখা যাবে। মহানের সাথে যোগাযোগের সেই আত্মিক নির্বাণ আরো সুখকর হবে।

কিন্তু জীবাণুদের মন ভেঙ্গে গেছে। তারা গন্ধে গণ্ধে চিৎকার করছে। সংঘ আবেদন জানিয়ে চলেছে, দুর্গন্ধ পরিসিমীত করার পরিবেশবাদী আন্দোলনের। গণমাধ্যম জীবাণুদের কথা বলছে না, তারা দুর্গন্ধের কথা বলছে, তারা পরিবেশের কথা বলছে। পৃথিবী উপত্যকার বৃহত্তম মলভান্ডে জীবাণুরা বাঁচবে কি মরবে এটা তারকাদের মাথা ব্যথা নয়।

তারকারা সংক্রমণের আশংকায় সংঘকে পুরোনো কাজটা করতে বলেছে। সংঘ আবারো স্যানিটারী পায়খানার কথা বলছে, গণমাধ্যম দুর্গন্ধ আর সংক্রমণের সম্ভাবনার কথা বলছে, আর পৃথিবীর ব্যস্ততম মল-কারখানায় মানুষগুলো মল হয়ে যাচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।