আমাদের কথা খুঁজে নিন

   

ছবিব্লগ: সোমেশ্বরীর বিরিশিরি

আ মা র আ মি
বারবার ফিরে যাই এই জায়গাটায়, ঢাকার থেকে কাছেই, নেত্রকোণার বিরিশিরি। সোমেশ্বরির টানেই বারবার এ ফিরে যাওয়া। এই ছুটিটায় গেলাম আবার। পাহাড় থেকে বেয়ে আসা সোমেশ্বরী, সে আগের মতই এখনো সুন্দরী, যদিও তার অনেকটাই খেয়ে নিয়েছে ধু ধু বালুচর। শুকিয়ে এতটুকু হয়ে যাওয়া নদীটা তবু ছুটে চলেছে টলটলা পানি বুকে।

কিছু ছবি দিলাম, আমার মোবাইল ক্যামেরায় তোলা। যারা যেতে চান তাদের জন্য কিছু তথ্য: ঢাকা থেকে সরাসরি বাসে যেতে পারেন। মহাখালি থেকে বাস পাওয়া যায়। ভাড়া ১৫০-১৭০। সার্ভিস খুব একটা ভালো না।

খারাপ রাস্তা আর খারাপ বাসের কারনে যেতে প্রায় ৬ ঘন্টা লাগবে। আবার ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে যেতে পারেন। ঢাকা থেকে ময়মনসিংয়ের বাস পাবেন, নিরাপদ বা সৌখিনের সার্ভিস ভালো। ভাড়া ১১০-১২০। ময়মনসিংহ ব্রিজের কাছের বাস স্ট্যান্ড থেকে বিরিশিরির বাস পাবেন।

ভাড়া ৫৫-৬০। থাকার জন্য বিরিশিরি ইদানীং কিছু রেস্ট হাউজ টাইপ হোটেল হয়েছে। তবে তার ভাড়া বেশি। তবে আমি সবসময় YMCA-তে থাকি। নিরালা, সুন্দর থাকা যায়, সোমেশ্বরীও কাছে।

ভাড়া ২০০ টাকা। ২-৪ জান থাকা যায় ঐ এক রুমেই। YMCA-এর ফোন নম্বার ০১৯২০০৫০৭৬৭।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।