আমাদের কথা খুঁজে নিন

   

মন্ত্রীগন ডায়লগ কম

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

মন্ত্রীগন ডায়লগ কম কারন কর্ম করিয়া প্রমান করিতে হইবে আপনারা না বালক নন। আমাদের আপা ইচ্ছা করিলে ডায়লগ দিতে পারেন । কারন তার অধিকার আছে। তিনি তার কর্মীদের যে নির্দেশ দেবেন। তা সব কর্মীরা মেনে নেবে।

আপনার মাত্র এলেন। আওয়ামীলীগ বা এই দলের মহানায়ক হলো এই দলের সাধারন কর্মীরা। যে ভাবে গ্রামে গঞ্জের সাধারন কর্মীরা আওয়ামীলীগের নৌকার জন্য কাজ করেছেন তা একটি অসাধারন দৃষ্টান্ত। নিজের খাইয়া জান মাল বাজী রেখে গরীব মেহনতি মানুষেরা কাজ করেছে । তার ফসল আপনার।

তারা ডায়লগ শুনতে চায় না। চায় বাস্তব সম্মত প্রয়োগ এবং জবাবদিহিতা। শক্ত হাতে হাল ধরো মাঝি মনে রাখা দরকার এবার আপনাদের শাসক হতে হবে সেবক নয়। আর নেত্রী এবার বলবেন এবারের সাংগ্রাম দূর্নিতিমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রাম। জয়বাংলা


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.