সত্য সুন্দরকে ব্রত করি জীবনে
বিশুদ্ধ বাতাস খেলা করে চারিপাশ , হেয়ালীপনায় --
পরিশুদ্ধ হয় ; পবিত্রতা লালিত
হয় , দৃষ্টান্ত হয়ে থাকে
কর্মফল ,আচরন ।
ভাগ্যের দুর্বোধ্য ভাষা হৃদয়ঙ্গম
করার আগে - কাঁচের সময়
ভাঙ্গনের ঝনঝন শব্দ তোলে ।
শুদ্ধ ঋষি এক , ততোধিক শুদ্ধ
নিভৃতচারীর তপস্যায়
বিদ্রুপ করে বসন্ত ,অট্ট হাসিতে
ফেটে পড়ে সময় দানব ।
মাথা নীচু করে হৃদপিন্ডের
রক্তক্ষরন দেখে ---
নিজেদের কাছে পরাজিত দুই
হরিহর আত্না ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।