এই আইডিয়া টা Click This Link
লিঙ্কে পাবেন
দুইরাত শাহবাগের মোড়ে বসে বসে কিছু চিন্তা মাথায় ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু সেগুলো বাস্তবায়নের কোন সুযোগ হাতে ছিলনা। তাই ভাবলাম যেই অনলাইন থেকে এই আন্দোলনের সূচনা সেখানেই ছড়িয়ে দেই ভাবনাগুলো। হয়তো বহু হাত ঘুরে আন্দোলনের নেতৃত্বের কাছে পৌঁছে যাবে মেসেজটা। হয়তো তাদের হাত ধরে বাস্তব হবে ভাবনাটা।
যাই হোক, কথা না বাড়িয়ে পয়েন্টে চলে যাই।
আমরা শাহবাগ মোড়ের ঠিক মাঝখানে একটা ৭১ ফিট উঁচু ফাঁসির মঞ্চ বানাতে পারি যেন কাঁটাবন, শেরাটন, টিএসসি, মৎস্য ভবন থেকে দেখা যায়। মঞ্চটা হবে অনেকটা থ্রিনটথ্রি রাইফেলের মতো। উপরে পতপত করে উড়বে স্বাধীন বাংলার পতাকা। ঝুলবে চিহ্নিত যুদ্ধাপরাধীদের প্রমাণ সাইজের কুশপুত্তলিকা।
পুরো জিনিসটা একটা আইকন হবে। মানুষ বিশাল আকৃতির আইকন থেকে অনুপ্রাণিত হয়। মঞ্চটা আমরা নিজেরা নিজেরাও বানাতে পারি কিংবা ডেকোরেটার দিয়েও বানানো যায়।
এই আইডিয়াটার একটা এক্সটেনশান আছে। আমরা পুরা মোড় জুড়ে বাংলাদেশের একটা মানচিত্র আঁকতে পারি, যেন পিজির ছাদ থেকে ম্যাপটা ঠিক মতো দেখা যায়, হয়তো সায়েন্স ল্যাবের দিকে দক্ষিণ ধরে।
এবার ঠিক মাঝে (মানে ঢাকার জায়গায়) মঞ্চটা বসানো যায়। পুরা ম্যাপ জুড়ে (মানে মোড় জুড়ে) সবাই মাথায় কালো কাপড় মুড়িয়ে বসতে পারে। বর্ডার ধরে জ্বলবে মোমবাতি কিংবা প্রদীপ।
তখন পিজির উপর থেকে ছবি নিলে একটা মারাত্মক আইকনিক ছবি আসবে -
লজ্জায় অন্ধকার হয়ে যাওয়া বাংলাদেশের মধ্য থেকে বেরিয়ে এসেছে ৭১ ফিট উঁচু এক ফাঁসির মঞ্চ, যেখানে ঝুলছে যুদ্ধাপরাধীদের কুশপুত্তলিকা, যার উপরে পতপত করে উড়ছে বাংলাদেশের পতাকা।
(অনুরোধ করছি কেউ যদি অর্গানাইজিং এ থাকা ভাইয়া-আপুদের চেনেন, তাহলে তাদের কাছে আইডিয়াটা পৌঁছে দিবেন।
)
। । সংগৃহীত। । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।