তরুণ নামের জয়মুকুট শুধু তাহার, বিপুল যাহার আশা, অটল যাহার সাধনা ধুম্রশলাকা নামে তার ব্লগ পাতাটি পড়ে আমি আশান্বিত ও উৎসাহিত। প্রথম দিনই সে মুন্সিয়ানার পরিচয় দিয়েছে। ব্লগের পাঠকরাও তার আনন্দ বেদনায় শরীক হোন- ওর জন্য একরাশ শুভকামনা। শাহবাগ চত্বরে জমা হচ্ছে দেশের তরুণ সমাজ। যারা শুধুই দেশকে ভালোবাসে। সামহোয়্যারইন ব্লগের মাধ্যমে ওখানকার নানা আপডেট পেয়ে আমরাও আশান্বিত। আশায় আশায় দিনভর চোখ রেখেছি সংকলিত পাতার পোস্টগুলোতে, এই বুঝি কোন বিজয়ের সংবাদ চলে এল- সে অপেক্ষায় প্রহর গুণে চলেছি অবিরাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।