আমাদের কথা খুঁজে নিন

   

দুনীতির বন্ধের নামে সরকারী প্রতিষ্ঠান প্রাইভেট করা হয়েছে। তবে যে সকল বিদেশী বা প্রাইভেট কোম্পানি দুনীতি করেছে তাদের প্রতিষ্ঠান রাষ্ট্রয়াত্ত করা হোক।



দুনীতির বন্ধের নামে যদি সরকারী প্রতিষ্ঠান প্রাইভেট করা হয়েছে। তবে যে সকল বিদেশী বা প্রাইভেট কোম্পানি দুনীতি করেছে তাদের প্রতিষ্ঠান রাষ্ট্রয়াত্ত করা হোক। একজন বন্ধু ''একটি করুন আবেদনের পরিপ্রেক্ষিতে এই লিন্ক দিলাম'' শীর্ষক একটি লেখা পোষ্ট করেছেন। দুঃখজনক হলেও সত্য খবু কম পত্রিকায় এ লেখাটি প্রকাশ পাবে এবং বুদ্ধিজীবিগন এ বিষয়ে বলবেন। কারণ কেহ গ্রামীনের বিজ্ঞাপন পায় আর কেউ মডেল হন, কেউ কনসালটেন।

সবচেয়ে আবাক বিষয় দুনীতি বিরোধী প্রতিষ্ঠানগুলোও গ্রামীনের দুনীতি বিষয়ে কিছু বলে না। বিষয়টি সত্যিই বিস্ময়ের । বিটিটিবি প্রায় ৪০ কোটি টাকা দুনীতি করা হলে সবাই ছি ঃ ছিঃ করা শুরু করে। অথচ গ্রামীনের হাজার কোটি টাকার দুনীতির মাধ্যমে দেশের বাইরে টাকা নিয়ে যাচ্ছে তা নিয়ে কথা বলে না। বিনিয়োগের নামে দেশের হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে, এ নিয়ে কোন কথা বলা হচ্ছে না।

কেন কেন কেন... গ্রামীন, একটেল, সিটিসেল সহ বিভিন্ন বিদেশী কোম্পানিগুলোর বিনিেয়াগের নামে নব্য দুনীতি ক্ষেত্র বন্ধ করা হোক। এ হোক আমাদের দাবি। দুনীতির বন্ধের নামে যদি সরকারী প্রতিষ্টান প্রাইভেট করা হয়েছে। তবে যে সকল বিদেশী বা প্রাইভেট কোম্পানি দুনীতি করেছে তাদের প্রতিষ্ঠান রাষ্ট্রয়াত্ত করা হোক। দেখুন http://www.gpemployees.com/


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।