আমাদের কথা খুঁজে নিন

   

ফামিদুলের সওয়াল আর কাগুর জভাভ



১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন? এক দুশ্ঠ বাথিজির নিখঠ হইথে। ২.আপনি ব্লগিং কেন করেন? (সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে) উপড়ের সবকয়ঠি। ৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে? বাথিজারে, অপিসের কাঝে বেশ্ত তাকি, সব আলুছনা ত পড়ি দেকিবার অভকাষ মিলে না। ছাগুদের পাপিশ্ঠামিই বেশি চুকে পড়ে।

৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে? কুন্টা রাকি কুন্টা বলি রে বাথিজা? ৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন? ভালু নই। আঝ পয্যন্থ কাগুর জন্য কুন কাগিমা কুঝি দিথে পারিলু না কেউ। উল্ঠা কাগুক জেনারেল বানাই বিভাহে বিগ্ন গঠানু হইয়াছে। পাপিশ্ঠ মডুদিগকে দরি ফিডি সুজা করা উছিথ। ৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী? ছাগু ুন্দানুর বেবস্তা করিয়া দেউয়া।

তাহাদিগকে দন্যবাধ। ৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে? তাহারা বলগে কিচু রেশিডেন্ঠ ভাড় নিয়ুগ দিয়াচে। এই ভাড়দের হাতে অনেক মাথবরি নেশ্ত। একটি দুশ্ঠ বহিড়াগথ কমছালটেন্ঠউ আচে যে কাগুকে একাদিকবার জেনারেল উ উয়াচ করিছিলু। ইহাদের ুন্দে লাতি মারি কেদাই দিলে পলপসু হইথে পারেক।

৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন। নেথিবাছক দিক হইতেছে বলগিঙ করি সমই নশ্ঠ হই। এই সমই বানিঝ্যের পিচে কাঠাইলে কুঠিপথি হইতাম। ইথিবাছক দিক ছাগু ুন্দানু। ৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি? (যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া।

আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন) দেয়ালে অনেক লিকালিকি করিছি বাথিজা, ইশকুলের পাইখানার দেয়ালে। বইপকাশউ করিথে ছাই, দেওয়ানকাগুর হাদুমপাদুম, কিন্থুক কুন পাপিশ্ঠ পকাশক ত যুগাযুগ করেনাই। (এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক নয়) ১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন। ক. সামহোয়ার, খ. সচলায়তন গ. আমার ব্লগ. ঘ. দৃষ্টিপাত ঙ. প্রথম আলো ব্লগ চ. নির্মাণব্লগ ছ. প্যাঁচালি ক. সামহোয়ারঃ বেবসাই আরিল জেবতিকের বেবসার এডবেঠাইছমেন্ঠের জন্যু। অনেক লুক, কিন্থুক সবার অনেক নিক।

ছাগুরাম তিরিভুজের জন্মবুমি। খ. সছলাইতনঃ দুশ্ঠলুকের বলগ। সাদিন মথ পকাশের সুযুগ নাই। গিরিলের ফাক দি যা ডুখাইবার ডুখাইতে হই। গ. আমার ব্লগঃ খুব ভালু জাইগা কিন্থুক লুকজন কম যাই।

কারন সেইকানে নিঝের পুঠকি নিজেকেই রক্কা করিথে হই। উহা কটিন কাম। ঘ. দিশ্ঠিপাতঃ বাথিজারে লিঙ্ক দে একঠু দেকি ইহা কুন বলগ। ঙ. আলুবলগঃ বাথিজারে কি বলিব দুক্কের কতা। উহা উবকামি মডারেঠর কলুমর্শেদের ছেন্ডবক্স।

সে ঐকানে বসি মাথবরি করে আর ছাগুরাম তিরিভুজ ১০ নিকে হাদুমপাদুম করে। উহা কুন বলগ নই, বলগের ছাম্রা পরা একটি বিগ্যাপুনি সাইট। ছাগল কিন্থে হইলে বিগ্যাপুন মারিউ গিয়া। চ. নির্মান বলগঃ দিশ্ঠিপাতে কি বলিছি দেক। ছ. পেছাবলগঃ ছাগুদের আস্থানা ছিলু।

একন বন্দ। কারন আলুবলগ আচে এখন। পেছাবলগের আর দরকার কি। বাথিজা তুই এই তত্য দি টেকা কামাই করিলে কাগুক সিঙ্গারা খাউয়াইশ রে। ষুদু ষুদু কাঠাকাঠি করিথে ভালু লাগেনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.