আমাদের কথা খুঁজে নিন

   

ফিরিতেছেন শামীম ওসমান !



শুনিতেছি ফিরিয়া আসিতেছেন শামীম ওসমান। আওয়ামী শাসনের বিখ্যাত গড ফাদার শামীম ওসমান বর্তমানে কোলকাতায় আছেন বলে জানি। ১৯৯৬ সাল থেকে ২০০১ সালের নির্বাচন পর্যন্ত তিনি ছিলেন নারায়ণগঞ্জের দণ্ডমুণ্ডের কর্তা। তার আঙ্গুলি হেলনে চলত নারায়ণগঞ্জের সকল প্রভাবশালী মহল। চাঁদাবাজি ও সন্ত্রাসে তিনি একজন রেকর্ডধারী নেতা।

শোনা যায়, প্রতিদিন তিনি চাঁদা পাইতেন ৩ লাখ টাকা। সেই টাকার বেশির ভাগ তিনি খরচ করতে তার বাহিনী পালতে। তাছাড়া তার কুখ্যাত বাহিনী পালতে তাদের মধ্যে টেন্ডার ভাগাভাগি করে দিতেন। তার বাহিনীর কুখ্যাত সন্ত্রাসী সারোয়ার, লাল, মাকসুদ, অগা মিঠু ইত্যাদি নামের কয়েক নেতা এখন পর্যন্ত দেশে ফেরেন নাই। গড ফাদার শামীম ওসমানের আশীর্বাদে তারা প্রত্যেকেই কোটিপতি।

চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল ও ভয়ভীতি প্রদর্শন করে তারা গড়ে তুলেছিলেন সম্পদের পাহাড়। যে কোন নির্মাণ কাজ শুরু করলেই তার বাহিনী এসে হাজির হত চাঁদার জন্য। তার বাহিনীকে সন্তুষ্ট না করে কেউ নির্মাণ কাজ করতে পারেনি। বিপুল পরিমাণ আয় থেকে শামীম ওসমান ও তার বাহিনীর সদস্যরা নারায়ণগঞ্জ শহরের জামতলায় গড়ে তোলেন জমকালো প্রাসাদ। সেই প্রাসাদে কোন দেশি ফিটিংস ব্যবহার করা হয়নি।

তাদের বিত্তবৈভবের কাহিনী এখনও শহরের মানুষের মুখে। কিন্তু বিধির বিধান না যায় খণ্ডন। ২০০১ সালের নির্বাচনে ব্যাপক কারচুপি করেও জিততে পারেননি শামীম ওসমান। জোট প্রার্থী গিয়াস উদ্দিনের কাছে ধরা খেয়ে রাতের আধারে পালিয়ে যান এক সময়ে গড ফাদার। প্রথমে ভারত ও পরে কানাডায় আশ্রয় নেন তিনি।

দীর্ঘদিন কানাডায় পালিয়ে থাকার পর ২০০৬ সালের ২৬ ডিসেম্বর নারায়ণগঞ্জে ফিরেন তিনি। শহরে ফিরেই ব্যাপক শো ডাউন করেন। ২২ জানুয়ারি ২০০৬ সালের বাতিল হওয়া নির্বাচনে নারায়ণগঞ্জ - ৪ আসন থেকে মহাজোটের মনোনয়নও পেয়ে যান এই গড ফাদার। কিন্তু বিধি বাম। ২২ জানুয়ারি ২০০৬ সালের নির্বাচন বাতিল হয়ে গেলে ও দেশে জরুরী অবস্থা জারি হলে তিনি আবারও পালিয়ে যান।

পলাতক অবস্থায় থাকা অবস্থায় তার বিরুদ্ধে থাকা মামলা ৭ বছরের সাজাও হয় তার। শুনিতেছি উনি নাকি আবারও ফিরিয়া আসিতেছেন। গত ২৯ ডিসেম্বরের নির্বাচনে তিনি মহাজোটর টিকিট পান নাই আইনগত জটিলতার কারণে। কিন্তু তাহার চাচী সারাহ বেগম কবরী ওরফে চিত্রনায়িকা কবরী নারায়ণগঞ্জ - ৪ আসনে মনোনয়ন পান। অন্য দিকে নারায়ণগঞ্জ - ৫ আসনে মনোনয়ন পান তার আপন বড় ভাই জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমান।

কবরী ও নাসিম ওসমান দুজনই পাস করেছেন। মহাজোটও ক্ষমতায় এসেছে। সুতরাং শামীম ওসমানের দেশে ফিরতে আর কোন সমস্যা নাই। আবারও নারায়ণগঞ্জে শুরু হতে যাচ্ছে ওসমানীয় শাসনামল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.