জলের অহং
চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে
সংক্ষিপ্ত পোশাক পরিহিতা ওয়েট্রেস
ক্লান্তিকর হাসি ঠোঁটে মেখে নিয়ে
শেষ বখশিশ্টি গুঁজে নেবার অপেক্ষায়....
জুয়াড়ির লালচোখে যেনো দুলে ওঠে
জীবনের পেন্ডুলাম...
পুরোনো মদের কি নেশা ...বুঝি সেই জানে !
ধূর্তরাতের কাছে হেরে যাওয়া নিঃস্ব জুয়াড়ির
লেডিলাক দ্রুত প্রস্হানের জন্যে প্রস্তুত...
পড়ে থাকে.......
টাকিলার গ্লাস,
একখন্ড লেবু,
রাজারাণীর পাতাবাহারী বাগান,
আর হোটেলের রক্তাক্ত সাদা বালিশ !
মোহাভি মরুভূমির বুক চিরে লিখে যায়
একটি বিদায়ী চিরকুট ----" চাহিবা মাত্র ইহার
বাহককে দিতে বাধ্য থাকিবে....."
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।