কই সব 'বন্ধু পাগল' ছেলের দল?
যারা চায়ের কাপে তুফান তুলে,
দিন-রাতে তফাৎ ভুলে
আড্ডা দিত অনর্গল!
গেল কই 'বন্ধু পাগল' ছেলের দল?
যারা দলে বলে খেলার ছলে
উপচে পরা হাসির ঢলে,
প্রথম প্রেমের গঞ্জনাটি
ভুলে যেতো অবিকল!
কই সেই 'বন্ধু পাগল' ছেলের দল?
সুখে-দু্খে পাশে থাকার,
লাভ কি হল কসম কাটার?
যদি, ভবিষ্যতের দিব্যি দিয়ে
পারি দেই বিদেশ, বল?
ছিঃ সব স্বার্থ খোঁজা ছেলের দল।
আয় না আজ সব থামিয়ে,
মাথার "স্যাটল" হবার ভূত নামিয়ে
হারাবো সব দূর অজানায়
দস্তি কসম! দোস্ত চল!
হই আজ 'বন্ধু পাগল' ছেলের দল।
তন্ময়'০৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।