আমাদের কথা খুঁজে নিন

   

ভাই বলেনতো,আমাদের দেশটা কি এতই খারাপ???

সাদ আহাম্মেদ

ছোটকাল থেকে আমার একটা সমস্যা আছে। নিজের কিছু নিয়ে কেউ খারাপ কথা বললে সহ্য করতে পারিনা। যতক্ষন না ঠিকমত জবাব দেই ততক্ষণ শান্তি নাই। এই বয়সেও এমন বদভ্যাসটা কাটেনি। আমি জানি এটা ঠিক নয়।

কিন্তু আমি এমনই। আর এমনই থাকবো। আমার পরিবার,আমার শিক্ষা প্রতিষ্ঠান,আমার দেশ সবকিছু আমার কাছে একবারে এক নাম্বার। অনেকে বলে,নেতিবাচক মন্তব্য শুনতে শিখো। আমি বলি "পারবো না"।

অন্তত দেশের বেলায় কেউ কোন খারাপ কথা বলবে,এইটা মানতে পারবোনা। দেশের বেলায় যখন কেউ ভালো কথা বলে শুনতে তখন বেশ লাগে। কার না লাগে বলেন?এইজন্য আমাদের ক্রিকেট দল একটার পর একটা খেলায় যখন হারতেই থাকে তখনো আমি আশা নিয়ে পরের ম্যাচ দেখার জন্য বসে থাকি। যেই লোকটা বলে "এই দেশের কিছু হইবোনা,ফাউল পোলাপাইন ক্রিকেট খেইল্যা আমাদের মান ইজ্জত ডুবাইলো"...ওই লোকটিও কিন্তু পরের দিন খেলা আরম্ভ হলে বলে "কাম কাজ নাই,একটু দেহি আশরাফুল কি করে"। এভাবেই যখনি দেশের নাম কোথাও আসে,দেশের কেউ ভালো কিছু করে,অনেক আনন্দ লাগে।

কিন্তু নিষ্ঠুর হলেও সত্য,আমাদের দেশটা নিয়ে বাহিরের দেশের মানুষেরা বড় নেতিবাচক কথা বলে। সেদিন কি কারণে যেন "Bangladesh" লিখে গুগলিং করছিলাম। একটা blogspot ঠিকানা আসলো। ব্লগের নাম দেখেই পিত্তি জ্বলে গেলো। সেখানে আমাদের দেশকে বলে হয়েছে "Asia's dirty little secret"... content দুইএকটা পড়ে আর পড়তে ইচ্ছা করলোনা।

আমাদের দেশের যত নেতিবাচক কথা লিখা যায় সব আছে সেখানে। হ্যা,কিছু কথা সত্য। কিন্তু কিছু মুখরোচক বলেই মনে হয়েছে। কিছু পড়ে মনে হয়েছে "ব্লগলেখক তোকে একবার পায়া লই"। যাই হোক এরপর আমি সেই বিশিষ্ট লেখকের MSN Id নিয়ে তাকে মেসেঞ্জার এ এড করলাম।

এর কিছুদিন পর মেসেঞ্জারে একদিন সাইন ইন হয়ে দেখি ব্যাটা বসে আছে। knock করলাম। জিজ্ঞেস করলাম "তুমি কে হে বাপু"... সে আমাকে জানালো তার নাম গ্যারী। সে কানাডা থেকে এসেছিলো আমাদের দেশে। এখন আবার কানাডায় ফিরে গেছে।

তার সাথে ব্লগ নিয়ে বেশ কিছু কথোপকথন হয় যা অনেকটা নিম্নরুপ... "গ্যারী তুমি ব্লগ এ বাংলাদেশ নিয়ে এমন আজেবাজে ভুল তথ্য লিখে রাখছ কেন?" গ্যারী বললো "তোমাদের দেশের মানুষের একটা প্রবলেম হলো তোমরা সমালোচনা পছন্দ করোনা। যা আমি লিখেছি নিজের অভিজ্ঞতা থেকে লিখেছি" আমি বললাম "তুমি ব্লগে লিখেছ বাংলাদেশ ভিখারীর দেশ। এরপর একটা ছবি দিয়েছো যাতে একটা ছেলে হাতজোড় করে তোমার কাছে ভিক্ষা চাচ্ছে তোমার কাছে। আমার কাছে মনে হচ্ছে ছবিটা তুমি নেট থেকে সংগ্রহ করেছো। এমন হাসি হাসি মুখে হাতজোড় করে ক্ষমা ক্ষমা ভাব নিয়ে তো কেউ ভিক্ষা চায়না এ দেশে।

" গ্যারী বললো "আমি নিজে ছবিটা তুলছি,নিজের হাতে। " এসময় আমার প্রচন্ড রাগ পেলো যদিও নিজেকে সংযত করে তাকে জিজ্ঞেস করলাম "এই দেশ তোমাকে থাকতে দিলো,আশ্রয় দিলো আর তুমি এই দেশ নিয়ে এতো আজেবাজে কথা কিভাবে লিখলে " সে একটু পর আমাকে উত্তর দিলো "আমি তোমাদের দেশে যা দেখেছি তাই নিয়ে লিখেছি। তুমি ভাল ভাবে অনুসন্ধান করে দেখো সব সত্যি কিনা"। আমি তাকে উত্তর করলাম "গ্যারী তোমাদের অভ্যাস হলো কার পশ্চাতে কি আছে সেটা দেখা এবং তা নিয়ে গবেষনা করা। আমার দেশের ৫২ ছিলো,৭১ ছিলো,তা নিয়ে লেখার মত ক্ষমতা তোমার নেই জানি,ওটা বাংলাদেশীদেরই আছে শুধু।

কিন্তু এমন ভুল তথ্য দিয়ে মনগড়া কথা লেখবে কেন?" এটা বলে আমি MSN থেকে বের হয়ে যাই। আসলে প্রচন্ড রাগ পাচ্ছিলো। একটা প্রবাসী আমার দেশকে ভিখারীর দেশ কেন বলবে,আমি মানতে পারছিলাম না। এরপর যতবার MSN এ ব্যাটার সাথে দেখা হয়েছে,নির্লজ্জের মত সে প্রতিবার আমাদের দেশের কথা জিজ্ঞেস করতো। কবে নির্বাচন,কে জিতবে,এই সেই।

আমি বাংলাদেশি এবং আমি ভদ্রতা জানি বলেই সুন্দর ভাবে অত্যন্ত রাগের সহিত তাকে সবগুলো জবাব দিয়েছি। একদিন তার উৎপাত থেকে বাঁচতে তাকে মেইল করে জানিয়েছিলাম "অহে কানা(ডা) ছাগল,অকৃতজ্ঞ গ্যারী তুমি আমার দেশ নিয়ে এমন আজেবাজে কথা লিখো,আবার দেশ নিয়ে তোমার আগ্রহ কেন?" এই মেইল করার কিছুদিন পর আবার তার সাথে দেখা হলো। সে আমাকে জিজ্ঞেস করলো "তুমি আমাকে একটা কথা সত্যি করে বলো,আমি আর তুমি কি বন্ধু নই " আমি তাকে বলেছিলাম "তুমি আমার কাছে একজন প্রবাসী অকৃ্তজ্ঞ কানাডিয়ান যে আমার দেশের হাওয়া বাতাস গায়ে লাগিয়ে তা কতটা ক্ষতিকর এই বিষয়ে গবেষনা করে "। ওইদিন আমাকে সে আর কিছু বলেনি। আজকে কিছুক্ষন আগে মেইল চেক করতে MSN এ গিয়েছিলাম।

সাথে সাথে ব্যাটা আমাকে নক করে বললো "জয় বাংলা"। আমি জিজ্ঞেস করলাম "এটা মানে বুঝো?" গ্যারী বেশ উৎসাহ নিয়েই মনে হয় বললো "yes victory bangladesh,আওয়ামী লীগের স্লোগান" আমি মেজাজ গরম করে বললাম "ছাগলা কিছুই তো পারোনা। এটা মানে বাংলাদেশ শ্রেষ্ঠ দেশ। আর এটা কোন দলের না,যারা এই দেশকে ভালবাসে তারা সবাই এটা বলে"। মজার ব্যাপার কি জানেন সে তখন MSN status মেসেজ এ তার ব্লগস্পট ঠিকানা,যা বাংলাদেশ নিয়ে কুৎসিত ভাবে লিখা দিয়ে রেখেছিলো।

আমি এহেন ছাগল কে কি বলবো বুঝতে পারছিলাম না। ব্লগস্পট এর ওই লিঙ্কটা হলো- View this link আমি তাকে চলে যাওয়ার আগে জিজ্ঞেস করলাম "ওহে ছাগল আলী,তুমি জয় বাংলা বলো আর স্ট্যাটাস এ এমন লিঙ্ক দিয়ে রাখছো কেন?" উত্তরটা ছিলো "I am a reasonable man". দুঃখের ব্যাপার কি জানেন কথায় কথায় একদিন সে আমাকে বলেছিলো, তার বউ বাংলাদেশি এবং সেই নাকি এহেন লেখার জন্য তাকে প্রেরণা যোগায়। আমাদের দেশটা অনেক গরীব। দেশের বেশিরভাগ নেতাকর্মীরা দুই নাম্বার। কিন্তু আমি জানি এই দেশের যারা সাধারণ মানুষ তারা এক্কেবারে খাঁটি,এক নাম্বার।

১৯৭১ এর জলজ্যান্ত প্রমাণ। এমন কোন দেশ আছে যেখানে বাবা যুদ্ধে যাওয়ার পর তার সন্তানকে চিঠি লিখে জানায় "আমি বাঁচি অথবা মরি দেশকে মা জানিয়ো এবং দেশের জন্য কাজ করিয়ো",মা ছেলেকে বলে "যা বাবা তোকে দেশের জন্য কুরবানী দিলাম"। এই আমার দেশ যেখানে লক্ষ কোটি মহান বীরসেনা জন্ম নিয়েছে,প্রাণ দিয়েছে। আমার দেশ নিয়ে এভাবে কেউ কথা বললে ভালো লাগা কি উচিত? জানি আমি জানি,এই দেশেও অনেক পশু আছে,নেতা নামের দেশ ধ্বংসকারী আছে। কিন্তু ওরা কয়জন?আমাকে হয়ত আরো অনেকে অনেক যুক্তি দেবেন,অনেকে অনেক কিছু বলবেন।

আমি বলতে চাই সেই ছোটকালের মত "পারবোনা শুনতে। আমার দেশ মহান দেশ। এমন আর একটিও নয়। আমাদের শুধু একটু সময় দরকার"। অনেকদিন ধরে ভাবছিলাম ব্লগ এ যারা আছেন তাদেরকে এই ব্লগস্পট এ বাংলাদেশ নিয়ে লিখা লিঙ্কটি একবার দেখাবো।

আমার লিখাটি হয়তো অনুভুতির প্রাবল্যে মানসম্মত হয়নাই। এইজন্য দুঃখিত। আশা করি আপনারা একবার লিঙ্কটি দেখবেন। সবশেষে একটা বিশেষ অনুরোধ আপনাদের কাছে। কিছুদিন আগে ফিউশন ভাইয়ের একটা লিখা ছিলো "থাই নৌবাহিনী সদস্যদের বিচার দাবি" করে।

ভাই আপনার আমার দেশের ৩০০ লোক মারা গেলো ওই নরপশুদের জন্য। অথচ আমরা কিছু করতে পারলাম না। একটা প্রতিবাদ,একটা সামান্য প্রতিবাদ সবার কাছে দাবি করি। আমরা কি পারিনা একটা পিটিশন করতে?উনার পোস্টে যে অনুরোধ আমি করেছিলাম তা আবার আমার এই পোস্টে বললামঃ "দুঃখের ব্যাপার কি জানেন,আমার এক ভাই ওইখানে ছিলো। আমি দেখলাম তার মাকে সকাল বেলা প্রলাপ করতে"আমার পোলারে পানির মধ্যে ছাইর‌্যা দিয়া মাইর‌্যা ফেললোরে....."।

শুনলাম তার বাবা বলছে "আমি আর খামুনা...আমারে খাওনের লেইগ্যা আমার পোলাটা শেষ হয়া গেলো। " খারাপ লাগলো,অনেক খারাপ লাগলো। এতগুলো মানুষ মারা গেল,অথচ কেউ কিছু বলছেনা। আমি জিজ্ঞেস করতে চাই কেন? নিজেকে যদি কেউ বাঙ্গালী বলে দাবি করেন তাহলে একবার ভাই একবার একসাথে বলেন "৩০০ ভাইয়ের প্রাণ বৃথা যেতে দিবোনা"। আমি জানি আমার দেশটা গরীব,আমি জানি আমার দেশের সব সরকার দুইনাম্বার.........কিন্তু আমি তার আগে জানি আমার দেশের সাধারন মানুষগুলা এক নাম্বার।

আপনার আমার মত সাধারণ মানুষ যাদের ভিতরে একজন বাঙ্গালী বাস করে যে ভাষার জন্য প্রাণ দিতে পারে,দেশের জন্য সব কিছু ত্যাগ করে নিজেকে উৎসর্গ করতে পারে,সে তার ৩০০ ভাইকে এভাবে যারা মেরে ফেললো তাদের বিরুদ্ধে একটা আওয়াজ করবেনা এটা আমি মানতে পারিনা। সবার কাছে বিনীত অনুরোধ আসেন একটু প্রতিবাদ করি,যিনি যেভাবেই পারেন। একবার চিন্তা করেনতো,আপনাকে আমাকে এভাবে কতিপয় নরপশু সাগরের মাঝে নিশ্চিত মৃত্যুর মুখে ছেড়ে দিলো......." একটু এগিয়ে আসেন সবাই। আমাদের ভাইগুলোর জন্য কিছু করি। আমরা না বাঙ্গালী!!



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।