আমাদের কথা খুঁজে নিন

   

আসহাবে রাসুলের জীবন কথা

চামবাজি সহ্য করতে পারি না।

বিলাল ইবনে রাবাহ রা. ইথিওপিয়ার কালো মানুষদের বংশধর। তিনি ছিলেন ক্রিতদাস। তাঁর গাঁয়ের রং মিশমিশে কালো হলেও অন্তরটি ছিল ভারি সুন্দর। তাঁর মনিব উমাইয়া ইবনে খালফ ছিল নিষ্ঠুর প্রকৃতির মানুষ।

সে ছিল ইসলামের চরম বিদ্বেষীদের একজন। বিলাল রা. ইসলাম গ্রহণ করেছেন শুনে সে ভীষণ ক্ষেপে যায়। তাঁর ওপর চালাতে থাকে নির্যাতন। রাতে তাঁকে খুঁটির সাথে বেঁধে চাবুক মারা হতো। চাবুকের আঘাতে তাঁর শরীর জর্জরিত হয়ে যেতো।

রক্ত গড়িয়ে পড়তো শরীর থেকে। দিনের বেলায় গলায় রশি বেঁধে বখাটে ছেলেদের হাতে তুলে দেয়া হতো। তারা তাঁকে মক্কার পথে পথে টেনে হেঁচরে নিয়ে উল্লাস করতো। দুপুরেরর দিকে লোহার পোষাক পরিয়ে তাঁকে ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড় করিয়ে রাখা হতো। রোদে তেতে যেতো লোহার পোষাক।

উত্তাপে অস্থির হয়ে পড়তেন বিলাল রা.। উমাইয়া কাছে এসে ইসলাম ত্যাগের জন্য চাপ দিতো। জওয়াবে তিনি শুধু বলতেন "আহাদ, আহাদ" (আল্লাহ এক)। দিনের পর দিন তিনি নানা ধরণের নির্যাতন ভোগ করেছেন। কিন্তু তাঁর নিখাদ ঈমানে এতোটুকু খাদ মিশ্রিত হতে দেননি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।