আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়াতে খ্রিষ্টান গ্রামে বিদ্রোহীদের হামলা

সিরিয়ার পশ্চিমাঞ্চলের খ্রিষ্টান-অধ্যুষিত গ্রামে গতকাল বুধবার বিদ্রোহীরা হামলা চালিয়েছে। দ্য হিন্দু বলছে, এক খ্রিষ্টান সন্ন্যাসিনী ওই গ্রাম থেকে ফোনে জানিয়েছেন, বিদ্রোহীরা জনাকীর্ণ মালৌলা গ্রামের একটি হোটেল আক্রমণ করে। ওই নারী তাঁর নাম প্রকাশ না করতে বারবার অনুরোধ করেন। তিনি জানান, এতে তাঁর জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। এক সিরীয় কর্মকর্তা ও সরকারবিরোধী সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, আল কায়েদার অনুগত আল-নুসরা ফ্রন্টের সদস্যরা মালৌলা গ্রামে হামলার জন্য দায়ী।

অবজারভেটরি জানায়, একজন নুসরা সদস্য গ্রামের প্রবেশপথে স্থাপিত নিরাপত্তা চৌকির সামনে গিয়ে নিজেকে বোমায় উড়িয়ে দিয়ে হামলার সূত্রপাত ঘটায়। এরপর সেনা ও বিদ্রোহীদের মধ্যে গোলাগুলি শুরু হয়। যুক্তরাজ্যকেন্দ্রিক সংগঠন অবজারভেটরি ও খ্রিষ্টান সন্ন্যাসিনী জানান, এরপর বিদ্রোহীরা ওই চৌকিটি দখল করে নেয়, দুটি ট্যাঙ্ক ও সাঁজোয়া যানকে বিকল করে দেয় এবং আটজন সেনাকে দখল করে নেয়। ওই সন্ন্যাসিনী জানান, বিদ্রোহীরা সাফির হোটেলটি দখল করে নেয়। কৌশলগত কারণে হোটেলটি খুব গুরুত্বপূর্ণ, কারণ সেটির ছাদ থেকে পুরো গ্রামের ওপর চোখ রাখা যায়।

বিদ্রোহীরা হোটেলটি দখল করে নেওয়ার পর সেটি থেকে গ্রামের সাধারণ মানুষজনের বাড়িঘর লক্ষ্য করে ব্যাপক বোমাবর্ষণ করে। সন্ন্যাসিনী বলেন, ‘সে যেন এক যুদ্ধ। সেই সকাল ছয়টা থেকে তারা হামলা শুরু করেছে। ’ হামলায় এখন পর্যন্ত কতজন সাধারণ মানুষ হতাহত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ওই সন্ন্যাসিনী যে খ্রিষ্টীয় মঠে থাকেন, সেখানে গ্রামের প্রায় ৮০ জন মানুষ আশ্রয় নিয়েছে।

ওই মঠে আগে থেকে ১৩ জন সন্ন্যাসিনী ও ২৭ জন এতিম শিশু থাকে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।