"A little knowledge of science makes man an atheist, but an in-depth study of science makes him a believer in God." Francis Bacon.
ব্লগার ইমন জুবায়েরের সাম্প্রতিক একটা পোষ্ট দেখে খুব কষ্ট লাগল । উনার ছোটবোনের স্বামী ভারত যাচ্ছেন স্ত্রীর গর্ভের ভ্রুণ চেক করতে এবং মেয়ে হলে নাকি তাকে হত্যা করবে । উনার বোনের জামাই নাকি ডান-পন্হী বা ধার্মিক । আমার বক্তব্য হল কোন সত্যিকারের ধার্মিক ব্যাক্তি এ কাজ করতে পারে না । কেননা এটা ইসলামে নিষিদ্ধ ।
কোরআনে আল্লাহপাক জাহেলি যুগের মত শিশুদের হত্যা করতে পরিস্কার ভাবে নিষেধ করেছেন । যেমন আল্লাহ বলেন,
'আর যখন জীবন্ত প্রোথিত কন্যা সন্তানকে প্রশ্ন করা হবে , "কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিলো ? "। (৮১;৮-৯)
'আর তোমাদের সন্তান সন্ততিকে দারিদ্রের ভয়ে হত্যা করো না । আমরাই তাদের রিযিক দেই আর তোমাদেরও । নিঃসন্দেহে তাদের মেরে ফেলা এক মহাপাপ ।
(১৭ৎ৩১)
মহানবী বলেছেন যার একটি বা দুটি বা তিনটি মেয়ে আছে আর সে তাদের প্রতি কোন বৈষম্য করলোনা এবং তাদের যথাযথ খাওয়া পরা এবং বিয়ের ব্যবস্হা করে দিল সে জান্নাতে আমার সাথে দু-আঙুলের অনুরুপ নিকটবর্তী থাকবে ।
The Prophet of Allah (Peace be upon Him) said to one of his companions who had given a present to only one of his children:
"Did you give all your children like this?"
He said: "No."
He said: "Fear Allah and be just with all of your children."
[Muslim #1623]
এ ব্যাপারে একজন সাহাবীর জীবনের ঘটনা প্রণিধানযোগ্য যিনি ইসলাম গ্রহনের পূর্বে তার কন্যা সন্তানকে জ্যান্ত পুতে ফেলেছিলেন । ইসলাম গ্রহণ করার পর প্রায়ই তার ওই মেয়ের কথা মনে করে কাদঁতেন আর বলতেন হায় যদি তখন ইসলাম থাকতো আর আমি অনুসারী হতাম তাহলে তো এই নির্মম কাজটি আমার দ্বারা সংঘটিত হতো না । তখনতো সমাজে অসম্মানের কারণে না বুঝে এ কাজটি করেছি ।
সুতরাং আপনি আপনার বোনের জামাইকে বুঝান এবং ভালো একজন আলেমের কাছে নিয়ে যান ।
তাকে ভয় দেখান । প্রশ্ন করেন একজন মুসলমান হয়ে কিভাবে সে একাজ করে ? কোন প্রকৃত মুসলমান এ কাজ করতে পারে না । এটা আল্লাহ পরিস্কারভাবে নিষেধ করেছেন এবং মহানবী (সাঃ) ও ভয় দেখিয়েছেন ।
তারপর ও কাজ না হলে তার ফল তিনি ভোগ করবেন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।