একটু উকি দিয়ে আসবেন এখানে...http://get-a-solution.blogspot.com
অনেকের থিসিস লেখার সময় আগের কারো লেখা থিসিস পেলে সুবিধা হয়। আমি থিসিস
সার্চ করার একটা সিস্টেম শিখেছিলাম। মনে হয় অনেকেই জানে, তবু লিখি।
প্রথমে গুগল এ যান। তারপর "ইউনিভার্সিটি সার্চ" লিখুন।
এখন গুগল এর একটা সাইট আসবে যেটা তে ইউনিভার্সিটি সার্চ কথাটা থাকে। এখানে এ ক্লিক করুন। তারপর অনেকগুলো ইউনিভার্সিটির নাম আসবে(যেমন Caltech/MIT/ Princeton/ Berkley.. ..) । এখন যে কোনো একটা নামের ওপর ক্লিক করলে আবার সার্চ অপশন আসবে। এবার কী ওয়ার্ড লিখে সার্চ দিতে হবে।
যেমন etd (stands for electronic thesis document) লিখে সার্চ দিলে সব থিসিস চলে আসবে।
এটা ব্যবহার করলে অনেক থিসিস খুজে পাওয়া যায়। এর অনেকগুলো ডাউনলোড করা যায়। এই সাইট টা আসলে ইউনিভার্সিটিগুলোর অনলাইন লাইব্রেরিতে নিয়া যায়। আমি
Caltech এ সাইট থেকে কয়েকটা নামিয়ে ছিলাম।
ভালো একটা থিসিস পেলে অনেক সময় জার্নাল এর চেয়ে ভাল কাজ হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।