আমাদের কথা খুঁজে নিন

   

অালোর শূণ্যস্থান অন্ধকারে পূরণ

...

পড়েছিলাম প্রতিভাধরের ঔদ্ধত্য তার অলংকার বা এ জাতীয় কিছু। তিনি বিদগ্ধ পণ্ডিত ছিলেন কিছু বিষয়ে হয়তো একটু গোরা ছিলেন কিন্তু দোষ-গুণ নিয়েই মানুষ। মতের বিভিন্নতা থাকবে তাই বলে নৃশংস হত্যা! তাঁর শূণ্যস্থান নিকট ভবিষ্যতে পূরণ হবে না। যেমন হয়নি একাত্তরে হারানো দেশের সেরা মেধাবী নারী-পুরুষগুলোর স্থান। পেয়েছি আরেকটি জহীর রায়হান? আরেকটি আলতাফ মাহমুদ? আরেকটি মুনীর চৌধুরী? আরেকটি শহীদুল্লাহ কায়সার? আরেকটি জ্যোতির্ময় গুহ ঠাকুরতা? আরেকটি আলীম চৌধুরী? আরো নাম না জানা কত সেরা জনদের? তাদের হন্তারক হায়েনা আর দাঁতাল শুয়োরেরা এখনো দর্পভরে দাপিয়ে বেড়ায় আমাদের রক্তেভেজা এই অভাগার দেশকে। মীরজাফর, রায়দুর্লভ, রাজাকার, আল-বদর, আল-শামস, জেএমবি, হরকাতুল জিহাদ, নিজামী, সাকা চৌ, সাঈদী, মুজাহিদ, আ:মান্নান ... এদের কবে আমরা প্রকৃত সাজা দেবো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।